Mallikarjun Kharge: ‘সরকারের কথা ও কাজের মধ্যে ফারাক রয়েছে’, শাহকে পাল্টা চিঠি খাড়্গের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 26, 2023 | 5:01 PM

Mallikarjun Kharge: বিষয়টি তাঁরা সহজে ছাড়বেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। তাঁর কথায়, "আমরা দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি এবং এর জন্য যা মূল্য দিতে হবে দেব।"

Mallikarjun Kharge: সরকারের কথা ও কাজের মধ্যে ফারাক রয়েছে, শাহকে পাল্টা চিঠি খাড়্গের
অমিত শাহকে চোপ দেগে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়্গে।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: মণিপুর ইস্যু নিয়ে সংসদে আলোচনার জন্য সহযোগিতার আবেদন জানিয়ে মঙ্গলবারই দুই কক্ষের বিরোধী দলনেতাকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। চিঠিতে সরকারের ‘কথা ও কাজের মধ্যে ফারাক রয়েছে’ বলে কটাক্ষ করে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন তিনি (Mallikarjun Kharge)।

চিঠিতে ঠিক কী লিখেছেন খাড়্গে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সহযোগিতার আবেদনের জবাব দিয়ে পাল্টা চিঠি দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। চিঠিতে বিরোধী প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য তুলে ধরে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলগুলিকে ব্রিটিশ শাসক এবং জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আবেগপ্রবণ চিঠি লিখেছেন এবং বিরোধীদের থেকে ইতিবাচক ব্যবহার আশা করছেন। শাসকদলের মধ্যেই সমন্বয়ের অভাব রয়েছে। বছরের পর বছর ধরে বিরোধীদের মধ্যে এই দৃশ্য দেখা গিয়েছিল। এখন এটা শাসকদলের মধ্যেও দেখা যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা চিঠিতে আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী বিরোধীদের ‘দিশাহীন’ বলছেন, এটা কেবল অদ্ভুত নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি সংসদে আসুন এবং মণিপুর নিয়ে বিবৃতি দিন। কিন্তু, মনে হচ্ছে এটা তাঁর সম্মানে আঘাত করছে।” তবে বিষয়টি তাঁরা সহজে ছাড়বেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। তাঁর কথায়, “আমরা দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি এবং এর জন্য যা মূল্য দিতে হবে দেব।”

প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা। যার জেরে গত কয়েকদিন ধরে সংসদের দুই কক্ষেরই অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিরোধীদের সহযোগিতার আবেদন জানিয়ে শাহ সংসদে বলেন, “মণিপুরের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সংসদে আলোচনার এটাই প্রকৃত সময়। আমি সংসদের দুই কক্ষেরই বিরোধী দলের নেতাকে চিঠি দিয়ে জানিয়েছি, যে কোনও দীর্ঘ আলোচনা করতে আমি প্রস্তুত। সরকার কোনও বিষয় নিয়ে ভয় পায় না। যাঁরা মণিপুর নিয়ে আলোচনা করতে চাইছেন, এগিয়ে আসুন। আমরা কিছু গোপন করব না।”

Next Article