গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয় তাঁর স্ত্রী সহ আরও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই তাঁর বাড়িতে শায়িত ছিল দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা অবধি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দুপুর দেড়টা অবধি সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হয়েছে, ব্রার স্কোয়ার শ্মশান অবধি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। ইতিমধ্যেই ব্রার স্কোয়ারে রাখা হয়েছে সেনা সর্বাধিনায়কের দেহ। সেখানেই দেশের প্রাক্তন সেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। জানুন কারা কারা সম্মান জানালেন সেনা প্রধানকে।