Indian Astronaut Shubhanshu Sukla: বাচ্চাদের মতো হাঁটতে শিখছেন, শূন্যে পৌঁছেই অসুস্থবোধ করছিলেন শুভাংশু, এখন কেমন আছেন?
Indian Astronaut Subhanshu Sukla: যখন মহাকাশযানের ভিতরে বসেন, তখন তাঁর মাথায় কী ঘুরছিল, তাও বর্ণনা করেন শুভাংশু শুক্লা। বলেন, "তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, লেটস জাস্ট গো।"

নয়া দিল্লি: মহাকাশ থেকে এল বার্তা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা রওনা দিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। ইতিমধ্যেই কক্ষপথে প্রবেশ করে গিয়েছে স্পেসএক্স ক্রু ড্রাগন। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ স্পেস স্টেশনে ডকিং করবে। মহাকাশ থেকে প্রথম কল করে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা জানালেন এই অভিজ্ঞতা বর্ণনার বাইরে।
মহাকাশ থেকে পাঠানো বার্তায় প্রথমেই নমস্কার বলে অভিবাদন জানান গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি জানান, মহাশূন্যের শূন্য মাধ্যাকর্ষণের সঙ্গে এখনও অভ্যস্ত হচ্ছেন তিনি। শুভাংশু বলেন, “আমি এখনও জিরো গ্রাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেমন এক শিশু হাঁটতে শেখে। শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। অনেক ঘুমাচ্ছি।”
লাইভ কলে শুভাংশু শুক্লা বলেন, “ভারতের মানব মহাকাশযান অভিযান ও আগামী গগনযান অভিযানের জন্য বড় পদক্ষেপ। ভারতের তিরঙ্গা আমায় মনে করিয়ে দিচ্ছে যে আপনারা সকলে আমার সঙ্গে রয়েছেন। আমি চাই আপনারা সকলে অনুভব করুন যে আপনারা আমার সঙ্গে রয়েছেন। আগামী ১৪ দিন আমার লক্ষ্য গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করা এবং অভিজ্ঞতা সংগ্রহ করা, যা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারব।”
যখন মহাকাশযানের ভিতরে বসেন, তখন তাঁর মাথায় কী ঘুরছিল, তাও বর্ণনা করেন শুভাংশু শুক্লা। বলেন, “তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, লেটস জাস্ট গো।”
মহাকাশ যাত্রা যে সহজ নয়, তা বর্ণনা করেন শুভাংশু শুক্লা। বলেন, “যখন যাত্রা শুরু হল, তখন মনে হচ্ছিল কিছু একটা যেন সিটে টেনে ধরছে। অসাধারণ যাত্রা ছিল। তারপরই হঠাৎ কিছু নয়। শূন্যে ভাসছে।”
মাইক্রোগ্রাভিটির অভিজ্ঞতা ব্যাখ্যা করে গ্রুপ ক্যাপ্টেন বলেন, “শূন্যে পৌঁছতে প্রথমে আমি ভাল অনুভূত করছিলাম না। কিন্তু আমায় বলা হল যে গতকাল থেকে আমি অনেক ঘুমিয়েছি।”

