উত্তর প্রদেশ: নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল কয়েকদিন ধরে। এরপরই ডাক্তার দেখান এক ব্যক্তি। দেখা যায়, নাকের ভিতর জ্যান্ত জোঁক ঘোরাফেরা করছে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ওই ব্যক্তির নাক থেকে বের করা হয় জোঁক। সংবাদসংস্থা আএএনএস-এর খবর অনুযায়ী, ওই রোগী যখন ডাক্তার দেখাতে যান, তখনই বলেছিলেন, তাঁর নাকের ভিতর অদ্ভূত একটা অনুভূতি হয়। মনে হচ্ছে, কিছু একটা ঘুরে বেড়াচ্ছে নাকের ভিতর দিয়ে। মাঝেমধ্যেই রক্তপাত হচ্ছে নাক থেকে।
এরপরই ডাক্তাররা পরীক্ষানিরীক্ষা করেন। তাতেই দেখা যায় একটি জ্যান্ত জোঁক ঢুকে রয়েছে ওই ব্যক্তির নাকের ভিতর। হাসপাতালের সার্জেন সুভাষচন্দ্র বর্মা টেলেস্কোপ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে জোঁকটি নাকের ভিতর থেকে বের করে আনেন। ফলে আশেপাশে টিস্যুতে কোনও প্রভাব পড়েনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। ওই ব্যক্তি উত্তরাখণ্ডে গিয়েছিলেন। জলপ্রপাতে স্নান করেছিলেন। পুকুর কিংবা লেকের জলে স্নানের সময় শরীরে কোনও অংশে জোঁকের আটকে যাওয়া খুব অস্বাভাবিক ঘটনা নয়। তবে এভাবে নাকের ভিতর জোঁকের প্রবেশ কার্যত নজিরবিহীন।
এর আগে একটি খবর নিয়ে জোর চর্চা হয়। এক ব্যক্তির পেটের ভিতর একটা অস্বস্তি হচ্ছিল। গা গোলাচ্ছিল, বারবার বমি পাচ্ছিল। এরপর জানা যায় তাঁর শরীরে জোঁকের প্রবেশের কথা। পরে চিকিৎসাবিজ্ঞানের সাহায্যেই বিপদ থেকে মুক্ত হন তিনি।