ভোপাল: সকাল সকাল অপরিচিত একটা নম্বর থেকে এসেছিল হোয়াটসঅ্যাপ মেসেজটা। দেখে হতবাক হয়ে গিয়েছিলেন দম্পতি। আগের রাতে তাদের যৌনমিলনের দৃশ্য কে, কীভাবে ভিডিয়ো রেকর্ড করল? বাড়িতে তো তাঁরা একাই ছিলেন। এর কিছুক্ষণ বাদেই এসেছিল হুমকি ফোন। আসলে কাঙ্খিত সাফল্য না পেলে, অনেকেরই মাথা বিগড়ে যায়। অর্থ উপার্জনের জন্য অনেকেই শর্টকাট নেওয়ার চেষ্টা করে। সম্প্রতি ছত্তীসগঢ়ের দুর্গ জেলাতেও ঘটেছে এই রকমই এক ঘটনা। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল এক ব্যক্তি। পাশ করতে না পেরে চুরি করা শুরু করেছিল সে। আর এই ভাবেই জড়িয়ে পড়ে আরও গুরুতর অপরাধে। আর একন সে পুলিশের জালে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিনয় সাহু। সম্প্রতি এক রাতে, চুরির মতলবে দুর্গ জেলার এক বাড়িতে ঢুকেছিল সে। ওই বাড়িটি এক তরুণ দম্পতির। সেখানে ঢুকে বিনয় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পেয়েছিল। এরপর সেখান থেকে কিছু চুরি না করে, সে মোবাইল ফোনের ক্যামেরা বের করে ওই দম্পতির একান্ত মুহূর্তের ভিডিও করেছিল। এরপর সে তাঁদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ওই ভিডিয়োটি মুছে দেওয়ার পরিবর্তে ১০ লক্ষ টাকা দাবি করে। তবে, ওই দম্পতি তার হুমকির কাছে মাথা নোয়ায়নি। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দিয়েছিলেন। পুলিশ ওই ফোন নম্বর ট্র্যাক করে অভিযুক্ত কে গ্রেফতার করে।
বিনয়কে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েকবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যর্থ হয়ে সে স্থানীয় এলাকায় চুরি করা শুরু করেছিল। পুলিশের মতে, সে একই বাড়িতে বারবার চুরি করার চেষ্টা করত। ওই রাতে সব মিলিয়ে তিনবার সে চুরি করতে ঢুকেছিল। প্রথম দুইবার চুরি করেছিল। তৃতীয়বার ঘরে ঢুকেই ওই দম্পতিকে তাঁদের একান্ত মুহুর্তে দেখে ফেলেছিল সে। অভিযোগ পাওয়ার পর, মামলাটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠিয়েছিল পুলিশ।
সাইবার সেল জানিয়েছে, বিনয় অত্যন্ত বড় একটা বোকামি করেছিল। যে চুরি করা স্মার্টফোন ব্যবহার করে সে দম্পতির ভিডিয়ো রেকর্ড করেছিল, সেই একই ফোন থেকে সে ভিডিয়ো পাঠিয়েছিল ওই দম্পতিকে। আবার ওই ফোন থেকেই সে হুমকি দিয়েছিল। তাই, সাইবার সেলের পক্ষে ফোন নম্বরটি ট্র্যাক করা সহজ হয়েছিল। পুলিশ জানিয়েছে, দাগী আসামীরা এই ভুল করে না। তাকে গ্রেফতারের পর, তার কাছ থেকে আরও তিনটি সিম কার্ড ও একটি হ্যান্ডসেট পেয়েছে পুলিশ।