নয়া দিল্লি: ১৮তম লোকসভায় অনেকটাই গলার জোর বেড়েছে বিরোধীদের। আর আগামীকাল, মানে শুক্রবার থেকেই তার প্রমাণ পাওয়া যাবে সংসদে। এদিন থেকে নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ। নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগ নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় আলাদা আলাদা ভাবে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে, ইন্ডিয়া জোটের রাজ্যসভার সংসদীয় দলের নেতারা এক বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুধু নিট-ইউজি কেলেঙ্কারির বিষয়েই নয়, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে প্রতিহিংসার মতো বেশ কিছু জ্বলন্ত বিষয় নিয়ে আগামী কয়েকদিনে উত্তপ্ত হতে চলেথে সংসদের দুই কক্ষ।
ইন্ডিয়া জোট জানিয়েছে, সোমবার থেকে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার নিয়ে সরব হবে তারা। তাদের দীর্ঘদিনের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য এই সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে মোদী সরকার। এবার ১৮তম সংসদের প্রথম অধিবেশন থেকেই এই অভিযোগ নিয়ে সরকারকে কোনঠাসা করতে চাইছে ইন্ডিয়া জোটের সবকটি দল। সোমবার সকাল সাড়ে দশটাতেই এই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নিয়ে সংসদ চত্বরে ধরনায় বসবে ইন্ডিয়া জোট।
বর্তমানে কারাবন্দি আছেন দুই রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী – দিল্লির অরবিন্দ কেজরীবাল এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। তাঁরা দুজনেই ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ মুখ। এই দুই নেতার মুক্তির দাবিতেও সরব হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। একই সময়ে, ধরনা মঞ্চ থেকে তৃণমূল সরকারের জেলবন্দী তিন মন্ত্রীর মুক্তির দাবিও তুলবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। প্রধানত, নিট-ইউজি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগে প্রায় বিনা প্রমাণে বিরোধী নেতাদের কারাবন্দি করা – এই দুই বিষয়কেই হাতিয়ার করতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতারা। ১৮তম লোকসভার প্রথম অধিবেশন বলে, বৃহস্পতিবারই লোকসভায় ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ভাষণের উপর আলোচনাকেও এই দুই বিষয় তুলে ধরার প্ল্যাটফর্ম বানাতে চাইছে ইন্ডিয়া জোট।
থাকছে বাংলার বিষয়ও। দীর্ঘিন ধরেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রে বিরুদ্ধে রাজ্যের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ করে আসছে। রাজ্যের অভিযোগ, আবাস যোজনা, ১০০ দিনের কাজের মতো প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। সেই বকেয়া অর্থ দেওয়া এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর কেন্দ্রীয় সরকারের আক্রমণের বিষয় তুলে ধরে সংসদের অন্দরে সরব হবেন তৃণমূল কংগ্রেস সাংসদরাও। এছাড়াও, বিরোধীদের হাতিয়ার হিসেবে থাকবে, বেলাগাম মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর আঘাতের মতো বিষয়গুলি। যে বিষয়গুলি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও হাতিয়ার করেছিল বিরোধী পক্ষ।