AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

B R Gavai: বুলডোজ়ার নয়, বিচারব্যবস্থা পরিচালিত হোক আইন দ্বারা: প্রধান বিচারপতি

B R Gavai on Legal System: শুক্রবার নিজের ভাষণপর্বে সেই প্রসঙ্গই তুলে ধরেন প্রধান বিচারপতি। কীভাবে 'বুলডোজার-শাসন' বন্ধ করা হয়েছে, সেই কথাই বলেন তিনি। প্রধান বিচারপতির সংযোজন, 'একজন প্রশাসক বা আধিকারিক কখনওই বিচারক বা বিচারপতির ভূমিকা গ্রহণ করতে পারেন না।'

B R Gavai: বুলডোজ়ার নয়, বিচারব্যবস্থা পরিচালিত হোক আইন দ্বারা: প্রধান বিচারপতি
প্রতীকী ছবি Image Credit: Getty Image | PTI
| Updated on: Oct 05, 2025 | 2:30 PM
Share

নয়াদিল্লি: বিচারব্যবস্থা পরিচালিত হোক আইনের মাধ্য়মে নাকি বুলডোজ়ারের দ্বারা। একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন দেশের প্রধানবিচারপতি বি আর গবাই। এমনকি এই প্রসঙ্গে তাঁর দেওয়া একটি মামলার রায়ের কথাও তুলে ধরেন তিনি।

সম্প্রতি মরিশাসে তিন দিনের সফরে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাই। সেই সফরেই শুক্রবার একটি বিচারব্যবস্থা বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণপর্বে নিজের দেওয়া একটি রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘ভারতের বিচারব্যবস্থা বুলডোজ়ার নয়, বরং আইন দ্বারা পরিচালিত হয়।’

সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য়েই দেখা গিয়েছিল এই ‘বুলডোজ়ার শাসন’। গ্রেফতার হওয়া অভিযুক্তদের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছিল প্রশাসন। তাদের মতে, ‘এটাই নাকি কড়া শাসনের প্রতীক।’ কিন্তু গণতন্ত্র আইনে চলে নাকি বুলডোজ়ার, সেই প্রশ্ন তুলেই বিভিন্ন রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্ট। বন্ধ হয় ‘বুলডোজ়ার-রাজ’।

শুক্রবার নিজের ভাষণপর্বে সেই প্রসঙ্গই তুলে ধরেন প্রধান বিচারপতি। কীভাবে ‘বুলডোজার-শাসন’ বন্ধ করা হয়েছে, সেই কথাই বলেন তিনি। প্রধান বিচারপতির সংযোজন, ‘একজন প্রশাসক বা আধিকারিক কখনওই বিচারক বা বিচারপতির ভূমিকা গ্রহণ করতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘সংবিধান কার্যকর হওয়ার পর গত কয়েক দশক ধরে আইনী প্রক্রিয়াতেও নানা বদল ঘটেছে। পরিস্থিতি সাপেক্ষে বিচারব্যবস্থাতেও অনেক বদল আনা হয়েছে। যা দিন শেষে গণতন্ত্রকেই নিশ্চিত করেছে।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি পদে আসীন হওয়ার পর থেকেই নানা অনুষ্ঠানে দেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে একাধিক প্রাসঙ্গিক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বিচারক ও বিচারপতিদের টাকার মোহ ছেড়ে ন্যায়বিচারকে ভালবাসার বার্তা দিয়েছিলেন তিনি। গবাই বলেছিলেন, ‘আমার বিশ্বাস, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টাকার মোহ নয়, বরং ন্যায়বিচারের সঙ্গে প্রেম রয়েছে। নিজেদের জীবন তাঁরা সেই পথেই উৎসর্গ করবেন।’