ভোপাল: বীরত্ব দেখাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক-শেয়ার আর ভাইরাল হওয়ার লোভেই প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছিলেন চিতাবাঘের সামনে। ফল মিলল হাতেনাতে। সামনে শিকার পেয়ে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। আঁচড়ে-কামড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাল।
চিতাবাঘের হামলায় আহত তিনজন। আহতদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের শাহদোল এলাকার সাউথ ফরেস্ট ডিভিশন রেঞ্জে। জানা গিয়েছে, জঙ্গলের খিটৌলি বিটের কাছে শোন নদীর তীরে একদল যুবক পিকনিক করছিলেন। সেই সময়ই ঘন ঘাসের পিছনে চিতাবাঘের দেখা মেলে।
প্রাণভয়ে পালানোর বদলে ওই যুবকরা চিতাবাঘকেই উল্টো ‘আজা আজা’ (আয় আয়) বলে ডাকছিল। সাহস দেখিয়ে কয়েকজন এগিয়েও যায় চিতাবাঘের দিকে। প্রথমে চিতাবাঘটি কিছুই করেনি। কিন্তু ক্রমাগত চিতাবাঘটিকে উসকাতে থাকে ওই যুবকরা। এরপরই হঠাৎ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।
8 persons hurt in leopard attacks in 3 areas of MP’s Shahdol district in last 2 days. On Sunday, 3 persons, including a police ASI and a woman were critically wounded in leopard attack at Shobha Ghat picnic spot. It’s video is viral. @NewIndianXpress @santwana99 @TheMornStandard pic.twitter.com/KvewDsTP8g
— Anuraag Singh (@anuraag_niebpl) October 21, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি দুই যুবকের উপরে হামলা করছে। এরপরে এক যুবককে কামড়ে ধরে এবং মাটিতে টানতে থাকে। এই দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়ে বাকিরা। তাদের চিৎকারে শিকার ছেড়ে ফের জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি।
শাহদোলের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বাদশা রাওয়াত জানিয়েছেন, দিনকয়েক আগেই ওই এলাকায় বাঘের হামলা হয়েছিল। এরপরই সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছিল যে জঙ্গলে যেন না যান। তারপরও ওই যুবকরা পিকনিক করতে জঙ্গলে ঢুকেছিল। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলা করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।