VIDEO: ভাইরাল হওয়ার শখ! চিতাবাঘকে দেখে বলছিল ‘আয় আয়’, এক কামড়েই… গায়ে কাঁটা দেবে ভিডিয়ো দেখে

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 22, 2024 | 3:06 PM

Viral Video: চিতাবাঘ দেখে প্রাণভয়ে পালানোর বদলে ওই যুবকরা চিতাবাঘকেই উল্টো 'আজা আজা' (আয় আয়) বলে ডাকছিল। সাহস দেখিয়ে কয়েকজন এগিয়েও যায় চিতাবাঘের দিকে। প্রথমে চিতাবাঘটি কিছুই করেনি। কিন্তু ক্রমাগত চিতাবাঘটিকে উসকাতে থাকে ওই যুবকরা।

VIDEO: ভাইরাল হওয়ার শখ! চিতাবাঘকে দেখে বলছিল আয় আয়, এক কামড়েই... গায়ে কাঁটা দেবে ভিডিয়ো দেখে
ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।
Image Credit source: X

Follow Us

ভোপাল: বীরত্ব দেখাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক-শেয়ার আর ভাইরাল হওয়ার লোভেই প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছিলেন চিতাবাঘের সামনে। ফল মিলল হাতেনাতে। সামনে শিকার পেয়ে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। আঁচড়ে-কামড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাল।

চিতাবাঘের হামলায় আহত তিনজন। আহতদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের শাহদোল এলাকার সাউথ ফরেস্ট ডিভিশন রেঞ্জে। জানা গিয়েছে, জঙ্গলের খিটৌলি বিটের কাছে শোন নদীর তীরে একদল যুবক পিকনিক করছিলেন। সেই সময়ই ঘন ঘাসের পিছনে চিতাবাঘের দেখা মেলে।

প্রাণভয়ে পালানোর বদলে ওই যুবকরা চিতাবাঘকেই উল্টো ‘আজা আজা’ (আয় আয়) বলে ডাকছিল। সাহস দেখিয়ে কয়েকজন এগিয়েও যায় চিতাবাঘের দিকে। প্রথমে চিতাবাঘটি কিছুই করেনি। কিন্তু ক্রমাগত চিতাবাঘটিকে উসকাতে থাকে ওই যুবকরা। এরপরই হঠাৎ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি দুই যুবকের উপরে হামলা করছে। এরপরে এক যুবককে কামড়ে ধরে এবং মাটিতে টানতে থাকে। এই দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়ে বাকিরা। তাদের চিৎকারে শিকার ছেড়ে ফের জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি।

শাহদোলের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বাদশা রাওয়াত জানিয়েছেন, দিনকয়েক আগেই ওই এলাকায় বাঘের হামলা হয়েছিল। এরপরই সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছিল যে জঙ্গলে যেন না যান। তারপরও ওই যুবকরা পিকনিক করতে জঙ্গলে ঢুকেছিল। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলা করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Next Article
UDAN Scheme: সস্তায় বিমানে চড়ার স্বপ্ন পূরণ, বড় পদক্ষেপ কেন্দ্রের
Kalyan Banerjee: ভাঙল কাচ, কাটল হাত! ওয়াকফ মিটিংয়ে কল্যাণ-অভিজিতে ধুন্ধুমার