ফের সিংহের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, আতঙ্কে বাড়ছে ভারতে

May 13, 2021 | 8:48 AM

সিংহের শরীরে আগেও ধরা পড়েছে করোনা ভাইরাস। যদিও পশু থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়ায় না বলে জানান বিশেষজ্ঞরা।

ফের সিংহের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, আতঙ্কে বাড়ছে ভারতে
ফাইল চিত্র।

Follow Us

জয়পুর: ফের একবার সিংহের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। রাজস্থানের জয়পুর চিড়িয়াখানায় সিংহের শরীরে এই সক্রমণ দেখা গিয়েছে। সিংহটোর নাম ত্রিপুর। এই ঘটনার পরই ওই চিড়িয়াখানার বাসিন্দা বেশ কয়েকটি পশু থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সিংহী, অন্য এক সাদা বাঘের নমুনা পরীক্ষা হলেও তাদের শরীরে কোনও সংক্রমণ নেই।

ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটউটের যুগ্ম ডিরেক্টর কেপি সিং জানিয়েছেন, দুই চিড়িয়াখানা থেকে ১৩টি পশুর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ছিল তিনটি সিংহ, তিনটি বাঘ ও একটি চিতা। এছাড়া পাঞ্জাবের ছাতবির চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ, এক কৃষ্ণসার হরিণ ও ভাম বিড়ালের নমুনা নেওয়া হয়েছিল। উপসর্গহীন কোনও মানুষের থেকেই সিংহের শরীরে এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে হায়দরাবাদের চিড়িয়াখানায় আট সিংহের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। ভারতে এমন ঘটনা ছিল এটাই ছিল প্রথম। এরপর উত্তর প্রদেশের ইটাওয়াতেও দুই সিংহীকেও করোনা সংক্রামিত হতে দেখা যায়। কিছুদিন আগে বার্সেলোনাতেও করোনা আক্রান্ত হয় চার সিংহ। তবে এমনটা প্রথম বার নয়। এর আগে এপ্রিল মাসে বাঘ ও সিংহের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল নিউ ইয়র্কে। এবার ভারতেও বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন: দৃশ্য আরও ভয়ঙ্কর, নদীর পাড়ে বালির মধ্যে সমাহিত একের পর এক দেহ

পশুপাখিদের মধ্যে বিক্ষিপ্ত ভাবে করোনা সংক্রমণের খবর মিলেছে আগেও। দেশ ও দেশের বাইরে থেকে একাধিক এই ধরণের খবর এসেছে। যদিও পরপর এতগুলি সিংহের মধ্যে করোনা সংক্রমণের ঘটনায় উদ্বিগ্ন পশু চিকিৎসকরা।

Next Article