২০ মে-র মধ্যে মুখ্যমন্ত্রী ঠাকরেকে দেড় কোটি কোভিশিল্ড সরবরাহের প্রতিশ্রুতি সেরাম কর্তার

ঈপ্সা চ্যাটার্জী |

May 13, 2021 | 8:17 AM

বর্তমানে মহারাষ্ট্রে মজুত টিকার পরিমাণ কম থাকায় ১৮ উর্ধ্বদের টিকাকরণ বন্ধ রাখা হয়েছে। আপাতত কেবল ৪৫ উর্ধ্বদেরই টিকাকরণ চলছে। পর্য়াপ্ত পরিমাণ টিকা পেলেই ফের সকলের টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে সরকার।

২০ মে-র মধ্যে মুখ্যমন্ত্রী ঠাকরেকে দেড় কোটি কোভিশিল্ড সরবরাহের প্রতিশ্রুতি সেরাম কর্তার
ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: আগামী ২০ মে-র মধ্যেই সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তরফে ১.৫ কোটি কোভিশিল্ডের ডোজ় পাঠানো হবে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সেরাম কর্তা আদার পুনাওয়ালার দেওয়া প্রতিশ্রুতির কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ ক্যাবিনেট বৈঠকের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে বেরিয়ে একদিকে যেমন লকডাউন বাড়ার ইঙ্গিত দেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, অন্যদিকে ভ্যাকসিন সরবরাহের কথাও জানান তিনি।

তিনি বলেন, “সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ২০ মে-র মধ্যে মহারাষ্ট্রে দেড় কোটি কোভিশিল্ডের ডোজ় সরবরাহ করবেন। সেই ভ্যাকসিন পাওয়ার পরই আমরা ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করব।”

বর্তমানে মজুত টিকার পরিমাণ কম থাকায় ১৮ উর্ধ্বদের টিকাকরণ বন্ধ রাখা হয়েছে। আপাতত কেবল ৪৫ উর্ধ্বদেরই টিকাকরণ চলছে। পর্য়াপ্ত পরিমাণ টিকা পেলেই ফের সকলের টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে সরকার।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি সম্পর্কে রাজেশ তোপে বলেন, “ক্যাবিনেটচ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকদ সহ একাধিক মন্ত্রক লকডাউনের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বাড়ানোরই প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।”

অপর এক ক্যাবিনেট মন্ত্রী আসলাম শেখ জানান, কেন্দ্রের উচিত টিকা কেনার নিয়ম শিথিল করা। যদি নিয়ম শিথিল করা হয়, তবে আগামীলদু-তিন মাসের মধ্যে সকলে লর টিকাকরণ সম্ভব। ভ্যাকসিন কেনা ও সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পর্কে রাজ্যগুলিকে আরও ছাড় দেওয়া উচিত।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর নামে তোলাবাজির অভিযোগকারী পরমবীর সিংয়ের নামেও একই অভিযোগ, বয়ান রেকর্ড সিআইডির

Next Article