Liquor: ‘ড্রাই স্টেট’ বিহারে শাসকদলের নেতার বাড়িতেই মদের ভাণ্ডার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 21, 2022 | 5:17 PM

দিন কয়েক আগেই বিজেপি নেতা বিজয় সিংহের এক আত্মীয়ের বাড়ি থেকে ১০৮ কার্টুন মদ উদ্ধার হয়েছে বলেও দাবি জানিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Liquor: ড্রাই স্টেট বিহারে শাসকদলের নেতার বাড়িতেই মদের ভাণ্ডার
প্রতীকী ছবি।

Follow Us

ছাপড়া: ফের সেই ছাপড়া! বিষমদকাণ্ড নিয়ে উত্তাল বিহার। ইতিমধ্যে ছাপড়া ও সিওয়ান জেলায় বিষমদ পান করায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মদ বিক্রি বা তৈরি করলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই পরিস্থিতিতে এবার নীতীশ কুমারেরই দলেরই সদস্য, JD(U) নেতার বাড়ি থেকে উদ্ধার হল মদ। ছাপড়া পুলিশ এবং আবগারি দফতরের অভিযানে জেডি (ইউ) নেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর মদের বোতল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাপড়ার মারহাউরা এলাকায় জেডি (ইউ) নেতা কামেশ্বরের সিংয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। যার মধ্যে দেশি এবং বিদেশি- দুই ধরনেরই মদ রয়েছে। যদিও এই মদ উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর কোন যোগ নেই বলে দাবি জানিয়েছেন জেডি (ইউ) নেতা কামেশ্বর সিং। তাঁর কথায়, “সংবাদমাধ্যম মারফত আমি ঘটনাটি জানতে পারলাম। ৩২ বছর আগেই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। কী ভাবে সেখানে মদের বোতল এল, সেটা তদন্ত করে দেখা উচিত।”

প্রসঙ্গত, ২০১৮ সালে ক্ষমতায় আসার পরই রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্যে যে মদ কারবারের রমরমা চলছে, তা সম্প্রতি ছাপড়া এবং সিওয়ান জেলায় বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনাতেই স্পষ্ট। সাম্প্রতিক বিষমত কাণ্ডে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কেউ মদ বিক্রি বা তৈরি করলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘যে মদ খাবে সে-ই মরবে।’ মদ পান করে কারও মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এবার তাঁর দলেরই নেতার বাড়ি থেকে মদ উদ্ধারের ঘটনায় সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। দিন কয়েক আগেই বিজেপি নেতা বিজয় সিংহের এক আত্মীয়ের বাড়ি থেকে ১০৮ কার্টুন মদ উদ্ধার হয়েছে বলেও দাবি জানিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Next Article