চণ্ডীগড়: পঞ্জাবের (Punjab) তরন তারানে শ্রী দরবার সাহিব গুরুদ্বার (Gurdwaara) শিখ ধর্মাবলম্বীদের কাছে একটা অন্য আবেগ। শিখ ধর্মাবলম্বী ছাড়াও প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ তরন তারান গুরুদ্বারে আসেন। এবার সেই গুরুদ্বার চত্বরে গাড়ি পার্কিং লটের কাছেই মিলল তাজা বোমা (Bomb)। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বোমাটি নজরে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে গুরুদ্বারের ভিতর কী ভাবে এল , তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তরন তারানে শ্রী দরবার সাহিব গুরুদ্বার (Gurdwaara) চত্বরে এক হকার চা বিক্রি করছিলেন। সেই সময় তিনিই প্রথম দেখতে পান, গুরুদ্বার চত্বরে পার্কিং লটের কাছে একটি তাজা বোমা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গুরুদ্বার কর্তৃপক্ষকে খবর দেন। তারপরই গুরুদ্বারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। সেই সময় দরবার সাহিব গুরুদ্বারে যথেষ্ট ভিড় ছিল। ঝুঁকি এড়াতে তড়িঘড়ি গোটা গুরুদ্বার চত্বর ফাঁকা করে দেওয়া হয়। তারপর পুলিশ এবং বোম্ব স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে আসে এবং বোমাটি নিষ্ক্রিয় করে।
ওই হকার বোমাটি দেখতে না পেলে বা পর্যটকদের কেউ সেটি স্পর্শ করলে অথবা কোনও গাড়ির চাকা বোমাটির উপর উঠে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। বরাতজোরে বোমাটি তাঁর নজরে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গুরুদ্বার চত্বরে কী ভাবে বোমা এল, তা নিয়ে প্রশ্নে উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।