BJP Candidate List: এরা বিজেপির ‘গান্ধী পরিবার’, ছেলে বাদ পড়লেও লোকসভায় টিকিট পেলেন মা
Lok Sabha Election 2024: বিজেপির টিকিটে পিলভিট আসন থেকে লড়তেন বরুণ গান্ধী। তবে বিগত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে তিনি যেভাবে দলের বিরুদ্ধে কথা বলেছেন, তাতে দল তাঁকে টিকিট দেবে কি না, তা নিয়ে জল্পনা-সংশয় আগেই তৈরি হয়েছিল। সেই জল্পনাই সত্যি হল। দেখা গেল, বরুণ গান্ধী টিকিট পেলেন না এবার।
নয়া দিল্লি: পঞ্চম দফারও প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনেই এবার বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। রামায়ণে রামের চরিত্র খ্যাত অভিনেতা অরুণ গোভিলকেও এবার টিকিট দেওয়া হয়েছে। তবে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী (Varun Gandhi)। যদিও তাঁর মা মানেকা গান্ধী(Maneka Gandhi)-কে টিকিট দিয়েছে বিজেপি (BJP)।
বিজেপির টিকিটে পিলভিট আসন থেকে লড়তেন বরুণ গান্ধী। তবে বিগত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে তিনি যেভাবে দলের বিরুদ্ধে কথা বলেছেন, তাতে দল তাঁকে টিকিট দেবে কি না, তা নিয়ে জল্পনা-সংশয় আগেই তৈরি হয়েছিল। সেই জল্পনাই সত্যি হল। দেখা গেল, বরুণ গান্ধী টিকিট পেলেন না এবার। তাঁর জায়গায় পিলভিট লোকসভা আসন থেক প্রার্থী করা হল প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদকে। তবে বরুণ গান্ধীর মা, মানেকা গান্ধীকে উত্তর প্রদেশের সুলতানপুর থেকে প্রার্থী করা হয়েছে।
২০২১ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জিতিন প্রসাদ। এবার তাঁকে পিলভিট থেকে প্রার্থী করা হল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে বিজেপির সমালোচনা করেছেন বরুণ গান্ধী। গত বছরই তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছিলেন, “কখনও কোনও সাধুকে ডিসটার্ব করবেন না। কে জানে কখন মহারাজজি মুখ্যমন্ত্রী হয়ে যান।”
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমেঠীর সঞ্জয় গান্ধী হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়ার পরও তিনি উত্তর প্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছিলেন। ২০২১ সালে উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় নিন্দার জন্য তাঁকে বিজেপির জাতীয় এগজেকিউটিভ শাখা থেকে বের করে দেওয়া হয়। চলতি বছরের শুরুতেই জল্পনা শোনা গিয়েছিল যে বরুণ গান্ধী কংগ্রেসে যোগ দিতে পারেন। কেদারনাথ মন্দিরে খুড়তুতো ভাই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল।