Kangana Ranaut: বিজেপির প্রার্থী তালিকায় চমক! ভোট ময়দানে কঙ্গনা রানাওয়াত, কোন কেন্দ্রের প্রার্থী হলেন তিনি?

BJP Candidate List: লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। পদ্ম পতাকা হাতে নিয়েই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন শিল্পপতি নবীন জিন্দাল।

Kangana Ranaut: বিজেপির প্রার্থী তালিকায় চমক! ভোট ময়দানে কঙ্গনা রানাওয়াত, কোন কেন্দ্রের প্রার্থী হলেন তিনি?
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 9:50 PM

নয়া দিল্লি: দোলের প্রাক্কালে লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। পদ্ম পতাকা হাতে নিয়েই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন শিল্পপতি নবীন জিন্দাল।

এদিন মোট ১১১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে বাংলার ১৯ জন প্রার্থী রয়েছেন। বাংলায় যেমন প্রার্থী তালিকায় চমক রয়েছে, তেমনই অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকাতেও রয়েছে বিশেষ চমক। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের প্রার্থী হয়েছেন কঙ্গনা।

অন্যদিকে, প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দাল এদিনই সন্ধ্যায় হাত ছেড়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন। তার কয়েক ঘণ্টা পরই বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে এই বিশিষ্ট শিল্পপতির। হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জিন্দালকে।

অন্যদিকে, পঞ্চম প্রার্থী তালিকাতেও স্থান পাননি বরুণ গান্ধী। বরুণ গান্ধীর কেন্দ্র পিলভিটে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা জিতেন প্রসাদকে। তবে উত্তর প্রদেশের সুলতানপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে। আবার টিভি সিরিয়াল রামায়ণ-এ রাম চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল হয়েছেন উত্তর প্রদেশের মিরাটের প্রার্থী।

এছাড়া বিশিষ্টদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ওড়িশার সম্বলপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আর পুরী কেন্দ্রের প্রার্থী সম্বিত পাত্র। বেগুসরাই থেকে লড়বেন গিরিরাজ সিং এবং পটনা সাহিবের প্রার্থী রবি শঙ্কর প্রসাদ।