AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Locket Chatterjee: ভিডিয়ো কল আসতেই কেঁদে ফেললেন লকেট! ফোনের অন্য প্রান্তে কে ছিলেন জানেন?

Locket Chatterjee: ৭৬ হাজারেরও বেশি ভোটে লকেট চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসার পরই হুগলির পাণ্ডুয়ায় রবি সোরেন নামে এক বিজেপি নেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। হার্ট অ্যাটাক হয়েছিল। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

Locket Chatterjee: ভিডিয়ো কল আসতেই কেঁদে ফেললেন লকেট! ফোনের অন্য প্রান্তে কে ছিলেন জানেন?
লকেট চট্টোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 1:50 PM
Share

নয়া দিল্লি ও হুগলি: লোকসভা ভোট মিটেছে। হুগলি হাতছাড়া হয়েছে বিজেপির। ৭৬ হাজারেরও বেশি ভোটে লকেট চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসার পরই হুগলির পাণ্ডুয়ায় রবি সোরেন নামে এক বিজেপি নেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। হার্ট অ্যাটাক হয়েছিল। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। ভোটে হারের পর লকেট এখন রয়েছেন দিল্লিতে। কিন্তু দলীয় কর্মীর মৃত্যুর খবর তাঁর কাছেও গিয়েছে। শুক্রবার দুপুরে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বললেন লকেট। শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেললেন বিজেপি নেত্রী।

পাণ্ডুয়ার ওই মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। ভিডিয়ো কলে লকেটকে তাঁরা জানান, সেখানকার পরিস্থিতির কথা। হুগলির ভোটের রেজাল্ট একবার প্রকাশ্যে আসলে, বুধবার সকলকে নিয়ে ‘ফিস্ট’ করার প্ল্যানিং করেছিলেন ওই বিজেপি কর্মী। কিন্তু ভোটের রেজাল্ট লকেট হারছে দেখেই, অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে যন্ত্রণা অনুভব করতে থাকেন। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি রবি সোরেন নামে ওই বিজেপি কর্মীকে।

আজ মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে কষ্ট চেপে রাখতে পারলেন না লকেট। দলীয় কর্মীর মৃত্যু কেঁদে ফেললেন তিনিও। হুগলির পরাজিত বিজেপি প্রার্থী পরে সংবাদমাধ্যমকে জানান, ‘প্রত্যেক বুথের কর্মীরা জান দিয়ে লড়াই করেছিলেন। তারপরও আমরা জিততে পারিনি। এটা আমাদের সকলকে মাথা পেতে নিতে হবে। কিন্তু জীবন চলে যাওয়া! এটা তো মেনে নেওয়া যায় না। তিনি তো দলের জন্য শহিদই হলেন। আমি গিয়ে দেখা করব তাঁর সঙ্গে। সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব।’ ভোটে হারলেও তিনি যে হুগলির মানুষকে ছেড়ে যাবেন না, সে বিষয়েও আশ্বস্ত করেন লকেট।