নয়া দিল্লি: শুক্রবার (১ মার্চ), লোকসভা ভোটের আগে, প্রথমবার বাংলায় পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি, বাংলায় লোকসভা নির্বাচনের দামাম বাজিয়ে দেবেন, এমনটাই আশা করা হচ্ছে। তার ঠিক আগে, বৃহস্পতিবার রাতে মোদীর নেতৃত্বে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে, শুক্রবারভোর ৩টে পর্যন্ত চলে এই বৈঠক। তবে বাংলার নয়, সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৫০টি লোকসভা আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে। এই ৫০টি আসনে বিজেপির অবস্থা ততটা মজবুত নয় বলে মনে করছেন বিজেপির শীর্ষ নেতারা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির।
সূত্রের খবর, উত্তর প্রদেশে এনডিএ শরিকদের ৬টি আসন ছাড়তে চলেছে বিজেপি। ২টি আসন বরাদ্দ করা হবে রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি-কে। মির্জাপুর এবং রবার্টসগঞ্জ আসনদুটি ছাড়া হবে আপনা দল (এস)-কে। আর ঘোসি এবং সন্ত কবির নগর আসনদুটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে যথাক্রমে সুভাষা এবং নিষাদ পার্টি। প্রধানমন্ত্রী মোদী সম্ভবত আরও একবার বারাণসী আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্রের মতে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের প্রধান জেপি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতারা উত্তর প্রদেশের ‘দুর্বল আসন’গুলি নিয়ে আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই এই ৫০টি আসনের নাম উঠে এসেছিল। এই আসনগুলিতে কঠোর লড়াই হতে পারে বলে আশঙ্কা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবার রাতের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং। এছাড়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন বৈঠকে।
এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা করেছে বিজেপি। সূত্র অনুসারে, প্রথমে প্রার্থী ঘোষণা করলে, কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের উপর মানসিক চাপ তৈরি হবে বলে সৃষ্টি করবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। উত্তর প্রদেশের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগেই ছত্তীসগড় এবং পশ্চিমবঙ্গের সমস্ত আসনের প্রার্থী নিয়ে আলচনা চূড়ান্ত হয়েছে। অসমেও, এনডিএ শরিকদের আসন বণ্টনের মীমাংসা হয়ে গিয়েছে। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে, বিজেপি ১১টিতে, অসম গণপরিষদ দুটিতে এবং পিপিএল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।