নয়া দিল্লি: ‘উচ্চাকাঙ্খী’ মায়ের চাপেই রাহুল গান্ধীর রাজনীতিতে আসা বলে মনে করেন অভিনেত্রী-বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “আমার মনে হয় অ্যাম্বিশিয়াস মায়ের ভিক্টিম উনি। পরিবারতন্ত্রের শিকার শুধু বাইরের লোক হয় এমন নয়, নিজেরাও শিকার হন। রাহুল গান্ধী তেমনই শিকার হয়েছেন বলে আমার মনে হয়।”
কঙ্গনার কথায়, রাহুলকে দেখে তাঁর খুব একাকী মনে হয়। কঙ্গনার মতে, রাহুলের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। কঙ্গনা রানাউতের কথায়, “৬০ বছর হতে চলেছে ওনার, অথচ এখনও ওনাকে তরুণ মুখ বলে বারবার তুলে আনা হয়।”
বলিউড থেকে এবার সোজা ভোট রাজনীতির ময়দানে নেমেছেন বিটাউনের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মেয়ে তিনি। বিজেপি তাঁকে সেই রাজ্যেরই মাণ্ডি কেন্দ্র থেকে প্রার্থী করেছে। জমিয়ে প্রচারও করছেন তিনি। ভোট প্রচারে নেমে একদিকে নরেন্দ্র মোদীর নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা যেমন তাঁর মুখে, বিভিন্ন বিষয়ে কংগ্রেসকে নিশানাও করছেন তিনি।
কেরলের ওয়ানাড থেকেই ভোটে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে অমেঠিতে কে লড়বেন তা নিয়ে জোর জল্পনা চলছে। এই কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার স্বামী রবার্ট বঢ়রা ভোটে লড়তে চান বলেও খবর ময়দানে।
যদিও রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কাকেও কঙ্গনা রাজনীতির জন্য আদর্শ বলে মনে করেন না। কঙ্গনা বলেন, “ওনারা খুশিতে জীবন কাটানোর দাবিদার। এখনও খুব দেরি হয়নি। ওনাদের মায়ের উচিত ঠিকমতো গাইড করা।”