Loksabha Election 2024: মঙ্গলেই ভাগ্য পরীক্ষা অমিত শাহের, নজরে শিবরাজ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Loksabha Election 2024: তৃতীয় দফায় ভোট রয়েছে অসমের চারটি কেন্দ্র, বিহারের পাঁচ কেন্দ্র, ছত্তীশগঢ়ের সাত কেন্দ্র, মধ্য প্রদেশের ৮টি কেন্দ্র, মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র, উত্তর প্রদেশের ১০টি ও পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে।

Loksabha Election 2024: মঙ্গলেই ভাগ্য পরীক্ষা অমিত শাহের, নজরে শিবরাজ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
দ্বিতীয় দফায় নজরে যে সব কেন্দ্রImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: May 06, 2024 | 9:50 PM

নয়া দিল্লি: মঙ্গলবার তৃতীয় দফার ভোট গোটা দেশে। পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্র ছাড়াও একাধিক রাজ্যে ভোটগ্রহণ হবে ৭ মে, মঙ্গলবার। ১২ টি রাজ্যের মোট ৯৪টি কেন্দ্রের ভোট রয়েছে।

মঙ্গলবারের ভোটগ্রহণ হয়ে গেলে, মোট ২৮০ কেন্দ্রের ভোট সম্পন্ন হবে। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক লোকসভা আসনের ভোট গৃহীত হয়ে যাবে। বাকি থাকবে ২৬৩টি কেন্দ্রের ভোট।

তৃতীয় দফায় ভোট রয়েছে অসমের চারটি কেন্দ্র, বিহারের পাঁচ কেন্দ্র, ছত্তীশগঢ়ের সাত কেন্দ্র, মধ্য প্রদেশের ৮টি কেন্দ্র, মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র, উত্তর প্রদেশের ১০টি ও পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে।

মঙ্গলবার যে সব হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে, তাঁদের মধ্য়ে অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। মহারাষ্ট্রের বারামতীতেও ভোট গ্রহণ হবে, ওই কেন্দ্রে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে ও অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার প্রতিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন।

মধ্যপ্রদেশের বিদিশা ও গুনাতেও হবে ভোট। গুনা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বিদিশা কেন্দ্রের প্রার্থী শিবরাজ সিং চৌহান। এর আগে দুই দফার ভোট গ্রহণ হয়েছে। দুটি দফা মিলে মোট ৬৬.১৬ শতাংশ ভোট পড়েছে। এবার সেই ভোটের হার কেমন থাকবে, সেদিকে নজর রয়েছে সব রাজনৈতিক দলের।