হাজিপুর: ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম (Love)। আর তাতেই বাবা-মার হাতে খুন (Murder in Bihar) হয়ে দুই মেয়ে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বিহারের (Bihar) হাজিপুরে। মৃত দুই কিশোরীর একজনের বয়স ১৮ অন্যজনের ১৬। সূত্রের খবর, খুনের খবর পাওয়া পর পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন দেখা যায় মৃতদেহগুলির পাশে নির্লিপ্তভাবে বসে রয়েছে তাদের মা রিঙ্কু দেবী। এমনকী পুলিশি জেরা তিনি খুনের কথা স্বীকারও করেছেন বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছে দুই কিশোরীকে। তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না রিঙ্কু দেবীর স্বামী নরেশ ভাটিয়ার। তিনিও এই নৃশংস খুনের ঘটনায় যুক্ত বলে জানতে পারা যাচ্ছে।
পুলিশি জেরাতেই রিঙ্কু দেবী জানিয়েছেন, সম্প্রতি তাঁরা জানতে পেরেছিলেন অন্য সম্প্রদায়ের যুবকদের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর দুই মেয়ের। এমনকী পরিবারের অনুমতি ছাড়াই তারা প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে যেত। দেখা করত প্রেমিকদের সঙ্গে। সেই রাগেই তাঁরা তাঁদের নিজেদের মেয়েদেরই খুন করেছেন।
ঘটনায় এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছিলেন মেয়েদুটিকে খুন করেছেন তাঁর বাবা। যদিও মায়ের সঙ্গে কথা বলার পর জানতে পারা যায় তাঁদের ঘটনা স্বামী-স্ত্রী দুজনেরই হাত রয়েছে। খোঁজ চলছে স্বামীর। প্রসঙ্গত, এদিনই আবার স্ত্রীর পরকীয়ার সন্দেহে গোটা পরিবারকে খুন করে আত্মঘাতী হয় এক যুবক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে উত্তর প্রদেশের কানপুরে। স্ত্রী-সহ দুই সন্তানকে গলা কেটে খুন করে আত্মঘাতী হয় ওই যুবক।