নয়া দিল্লি: লোকসভা নির্বাচন ২০২৪-এর সূচি ঘোষণার অনেক আগেই, লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘আব কি বার, ৪০০ পার’। কিন্তু, ৪০০ পার কীভাবে হবে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন, দক্ষিণে তো বিজেপি ভোট পাবে না। আর, ২০১৯-এই হিন্দি বলয়ে সর্বোচ্চ আসন জিতে নিয়েছিল বিজেপি। সেখান থেকে বিজেপির আসন শুধু কমতে পারে। বাড়বে না। শনিবার (১ জুন), সপ্তম তথা শেষ দফা ভোটগ্রহণের পর, সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। হিন্দি বলয়ে কি গতবারের দুর্দান্ত ফল ধরে রাখতে পারল বিজেপি? আসুন দেখে নেওয়া যাক –
*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।
হিন্দি বলয়ের মধ্যে পড়ে দশটি রাজ্য – বিহার, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি, এবং উত্তরাখণ্ড। এছাড়া, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলও পড়ে হিন্দি বেল্টের মধ্যে।
২০১৯ সালে বিহারে ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৭টি আসন, জেডিইউ ১৬টি এবং এলজেপি পেয়েছিল ৬টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ১টি আসন। আরজেডি আর বামেরা খাতাই খুলতে পারেনি। ২০২৪ সালের বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার সম্মিলিতভাবে এনডিএ পেতে পারে ২৯টি আসন। এর মধ্যে ১৭টি বিজেপি, ৭টি জেডিইউ, ১টি এইচএএম এবং ৪টি আসন পেতে পারে এলজেপি। অন্যদিকে, কংগ্রেস জিততে পারে ২ আসনে, আর আরজেডি ৬ আসনে। ৩টি আসনে জিততে পারে নির্দল প্রার্থীরা।
২০১৯-এ ছত্তীসগঢ়ের ১১টি আসনের মধ্যে ৯টি আসনে জিতেছিল বিজেপি, ২টি জিতেছিল কংগ্রেস। এবার ১১টি আসনেই জয়ী হতে পারে বিজেপি।
২০১৯-এ হরিয়ানার ১০ আসনের ১০টিতেই জয়ী হয়েছিল বিজেপি। এবার ২টি আসন কম পেতে পারে বিজেপি। ২টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।
হিমাচল প্রদেশে এবার ৪টি আসনের ৪টিতেই জয় পেতে পরে বিজেপি। ২০১৯-এও সবকটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। তবে, বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার মৃত্যুর পর, ওই আসনটি দখল করেছিল কংগ্রেস।
ঝাড়খণ্ডে ২০১৯ সালে এনডিএ জোট জিতেছিল ১২টি আসন। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল ২টি আসন। এবারও ১২টি আসন ধরে রাখতে পারে এনডিএ। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আসন ১টি কমতে পারে।
মধ্য প্রদেশে ২০১৯ সালে ২৯টি আসনের মধ্যে ২৮টিতেই জিতেছিল বিজেপি। একটি আসনে দিতেছিল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার সেই আসনটিও জিতে নিতে পারে বিজেপি।
২০১৯-এ রাজস্থানে কিন্তু ২৫টি আসনই জিতেছিল এনডিএ। বিজেপি জিতেছিল ২৪টি আসনে। এবার, ২৫ আসনের মধ্যে ১৯টি আসন জিততে পারে বিজেপি তথা এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৫টি, যার মধ্যে কংগ্রেস পেতে পারে ৪টি আসন। এছাড়া অন্যান্যদের ঘরে যেতে পারে ১টি আসন।
উত্তর প্রদেশে, ২০১৯ সালে ৮০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছিল এনডিএ। মায়াবতীর বিএসপি এবং অখিলেশ যাদবের সপা একসঙ্গে লড়েছিল। বিএসপি পেয়েছিল ১০টি আসন, সপা ৫টি। আর কংগ্রেস পেয়েছিল মাত্র ১টি আসন। বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার আসন সংখ্যা আরও ৪টি বাড়াতে পারে এনডিএ। বিজেপি পেতে পারে ৬২ আসন। আরএলডি ২টি এবং আপনা দল ২টি আসন জিততে পারে। অন্যদিকে, ১১টি আসনে জয় পেতে পারে সপা এবং ৩টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।
দিল্লিতে ২০১৯-এ ৭টি আসনেই জিতেছিল বিজেপি তথা এনডিএ। বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে, এবারও ৭টি আসনেই জয়ী হতে পারে বিজেপি। আপ-কংগ্রেস এবারও ০ হতে পারে।
২০১৯-এ উত্তরাখণ্ডের ৫টি আসনের মধ্যে ৫টিতেই জিতেছিল এনডিএ। এবারও ফল অপরিবর্তিতই থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়।
চণ্ডীগঢ় কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র আসনটি ২০১৯-এ জিতেছিল বিজেপি। এবারও এই আসন বিজেপি তথা এনডিএ-র হাতেই থাকবে বলে আভাস মিলেছে বুথ ফেরত সমীক্ষায়।