লখনউ: বিলাসবহুল গাড়িতে চেপে এসে ছাগল চুরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, বিলাসবহুল ওই গাড়িতে ছিল ভিআইপি নম্বর প্লেট। গাড়ি থেকে নেমে ছাগল চুরির ঘটনা ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছেন স্থানীয় এক যুবক। এর পর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে।
সিসিটিভি ক্যামেরার ভিডিয়োয় দেখা গিয়েছে, লখনউয়ের গোমতী নগর এলাকায় চরছিল একটি ছাগল। তখন সেখান দিয়ে যাচ্ছিল ভিআইপি নম্বর প্লেট লাগানো একটা গাড়ি। ছাগল চরতে দেখে থেমে যায় গাড়ি। এর পর গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। তিনি চারিদিকে তাকিয়ে দেখেন কেউ আছে কি না। বেশ কয়েক বার দেখার পর ছাগলটিকে তুলে ভরে দেন গাড়িতে। তার পর গাড়িতে উঠে চলে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাগল আরিফ নামের এক ব্যক্তির। নিজের ছাগল চুরি হওয়ায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
कितने शौक से कार खरीदी होगी, VVIP नंबर लिया होगा… ये सोचकर की उससे बकरा चुराने जाएंगे?
लखनऊ के पॉश इलाके गोमतीनगर में एक बकरे की चोरी का मामला सामने आया है। आरोप है कि VVIP नंबर वाली एक कार पर सवार युवक, बकरा लेकर फरार हो गया। मालिक की शिकायत के बाद पुलिस जांच में जुटी।… pic.twitter.com/SXKRfGxp3q
— UP Tak (@UPTakOfficial) June 16, 2023
সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছিল মধ্য প্রদেশের ভিন্দে। সেখানে এক ব্যক্তি বিলাসবহুল গাড়িতে করে এসে মুদিখানা দোকান থেকে লবণের বস্তা চুরি করেন বলে অভিযোগ উঠেছিল। দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই ঘটনা।