তিরুঅনন্তপুরম: বিলাসবহুল গাড়ি কিনে দলের পদ হারালেন কেরলের এক বাম নেতা। কমিউনিস্ট পিকে অনিল কুমার সিপিআইএম-এর শ্রমিক সংগঠনের নেতা ছিলেন। কেরলের পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সম্প্রতি বিলাসবহুল গাড়ি কেনেন অনিল। যার দাম ৫০ লক্ষ টাকা। এই গাড়ির ও নেতার ছবি গত কয়েক দিনে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হন বামপন্থী নেতা। এক জন কমিউনিস্টের বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি নিয়ে ওঠে প্রশ্ন। এর পর বিষয়টি নিয়ে বৈঠকে বসে কেরলের বাম নেতৃত্ব। তার পরই শ্রমিক সংগঠনের পদ খোয়াতে হয়েছে ওই নেতাকে।
অনিল কুমারের বিলাসবহুল গাড়ি নিয়ে বিতর্ক ছড়াতেই বৈঠকে বসে এর্নাকুলাম জেলা কমিটি। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল সিপিএমের সাধারণ সম্পাদক এমভি গোবিন্দন জানিয়েছেন, অনিলের যাপন দলের নীতির পরিপন্থী। এই ধরনের ঘটনায় দল সম্পর্কে সমাজে ‘ভুল বার্তা’ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। তা ‘মেনে নেওয়া যায় না’ বলেও দাবি গোবিন্দনের।
অনিলের হলুদ রঙের কুপার গাড়ি দেখে নেটিজেনদের কেউ বলেছেন, “কমরেডরা শুধু কুপার কেন কেনেন?” কেউ কটাক্ষ করেছেন, “কমরেড হলে দামি গাড়িতে চড়ার ইচ্ছা হতে পারে না!” তবে বিতর্কের মুখে পড়ে ওই বাম নেতা জানিয়েছেন, তাঁর স্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কর্মরত। তাঁর স্ত্রী এই গাড়ি কিনেছেন বলে দাবি ওই বাম নেতার।