Murder Case: মাকে মারছিল মত্ত ভাই, বাধা দিতে গিয়ে সহোদরকেই খুন করে বসলেন দাদা!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 14, 2022 | 11:51 AM

Madhya Pradesh: শাহজানাহবাদ এলাকার দুই ভাই কিসান ও বিসান। সোমবার রাতে মত্ত হয়ে বাড়ি ঢোকে বিসান। রাত ৮টা নাগাদ বাড়িতে ঢুকেই অসভ্যতামি করছিল বলে অভিযোগ। মাকেও মারছিল সে।

Murder Case: মাকে মারছিল মত্ত ভাই, বাধা দিতে গিয়ে সহোদরকেই খুন করে বসলেন দাদা!
প্রতীকী ছবি

Follow Us

ভোপাল: মত্ত হয়ে বাড়িতে এসেছিল ভাই। পাড়ায় ঢুকেই প্রতিবেশীদের সঙ্গে শুরু করে বচসা। তার পর ঢোকে বাড়িতে। বাড়িতে ঢুকে মারধর শুরু করে মা-কে। অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে হেনস্থাও করছিল জন্মদাত্রীকে। তা দেখেই আটকাতে যায় দাদা। মত্ত ভাইকে শান্ত করার চেষ্টা করে সে। দাদার কথায় ভাই শান্ত তো হয়নি, উল্টে দাদাকে মারতে উদ্যত হয়। এর পর আর শান্ত থাকতে পারেননি দাদা। পাশে পড়ে থাকা মদের বোতল দিয়েই তিনি সজোরে মারতে থাকেন ভাইকে। সেই আঘাতেই মৃত্যু হয়েছে মত্ত ভাইয়ের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের শাহজাহানবাদ এলাকায়। ভাইকে খুনে অভিযুক্ত দাদাকে পুলিশ গ্রেফতার করেছে।

শাহজানাহবাদ এলাকার দুই ভাই কিসান ও বিসান। সোমবার রাতে মত্ত হয়ে বাড়ি ঢোকে বিসান। রাত ৮টা নাগাদ বাড়িতে ঢুকেই অসভ্যতামি করছিল বলে অভিযোগ। মাকেও মারছিল সে। ত দেখেই তাঁকে থামানোর চেষ্টা করেন কিসান। স্থানীয়রা জানিয়েছেন, দাদা কিসান আটকানোর চেষ্টা করলে তাকেও মারছিল ভাই বিসান। পাড়া প্রতিবেশীদের সাহায্য বিসানকে আটকে এক টি ঘরে তালাবন্ধ করে রাখা হয়। তখন ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে মত্ত বিসান। তালা খুলে তাকে বাড়ি ঘর থেকে বাইরে বের করে দেন পরিবারেরর লোকেরা। বাড়ির আশপাশেই তখন ছিলেন বিসান। রাত ১০টা নাগাদ পাথর নিয়ে বাড়িতে ঢুকে দাদাকে মারতে উদ্যত হয়। পাথর দিয়ে কিসানের মাথায় বাড়ি মারে সে। এর পরই কিসান সেখানে পড়ে থাকা মদের বোতল দিয়ে বিসানকে মারতে শুরু করেন। এতে বিসানের হাতে, মাথায় গুরুতর আঘাত লাগে। মার খেয়ে মাটিতেই পড়েছিল সে।

তার পর আহত বিসানকে হাসপাতাল নিয়ে যায় পরিবারের লোকেরা। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিসানের। এর পর কিসানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ এবং তাঁকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসান প্রায়শই মদ খেয়ে এ ধরনের আচরণ করত। কিছু দিন আগে ছুরি নিয়ে এক প্রতিবেশীর উপর হামলা চালায় সে। সেই আঘাতে প্রতিবেশীর একটি আঙুল কেটে যায় বলে অভিযোগ।

Next Article