বিজেপি বিধায়ক, পৌরপ্রধানের গায়ে মাথায় কাদা লেপে দিলেন মহিলারা! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 13, 2022 | 11:18 PM

Uttar Pradesh Maharajganj: উত্তর প্রদেশের মহারাজগঞ্জের পিপরাদেওড়া এলাকায় বৃষ্টির দেবতাকে সন্তুষ্টড করতে স্থানীয় বিধায়ক ও পৌরপ্রধানকে কাদা মাখালেন স্থানীয় বাসিন্দারা।

বিজেপি বিধায়ক, পৌরপ্রধানের গায়ে মাথায় কাদা লেপে দিলেন মহিলারা! দেখুন ভিডিয়ো
কর্দমাক্ত দুই বিজেপি নেতা, ইনসেটে - বিধায়ক জয় মঙ্গল কানোজিয়া

Follow Us

লখনউ: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন বিজেপি বিধায়ক এবং স্থানীয় পৌরসভার বিজেপির পৌরপ্রধান। আর স্থানীয় মহিলা ও পুরুষরা বালতি করে কাদা গোলা জল নিয়ে এসে ঢালছেন তাঁদের মাথায়! হল টা কি? বিজেপি বিধায়ক-পৌর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ? না, এমনটা ভাবলে ভুল হবে। ওই কাদা মাখামাখিতে স্বেচ্ছায় অংশ নেন বিধায়ক মহাশয়। আসলে, এটা ছিল বৃষ্টির দেবতা বরুণদেবকে সন্তুষ্ট করার এক চেষ্টা! এই ‘বিশেষ আচারে’ বরুণদেব সন্তুষ্ট হয়ে ওই এলাকায় বৃষ্টি নামাবেন, এই বিশ্বাস থেকেই দুই বিজেপি নেতাকে কাদামাটি মাখান স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মহারাজগঞ্জের পিপরাদেওড়া এলাকায়। দেশের বিভিন্ন স্থানে অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ, পিপরাদেওড়ায় বৃষ্টির নাম-গন্ধ নেই। তীব্র দাবদাহে জ্বলছে পুরো এলাকা। এই পরিস্থিতি বদলাতে সেখানকার মহিলা ও পুরুষরা বরুণদেবকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রাতে ওই এলাকায় এক ‘বিশেষ আচারের’ আয়োজন করা হয়েছিল। তারই অংশ হিসেবে স্থানীয় বিজেপি বিধায়ক জয় মঙ্গল কানোজিয়া এবং পৌরসভার সভাপতি কৃষ্ণগোপাল জয়সওয়ালকে কাদামাটি গোলা জল দিয়ে স্নান করানো হয়। আসলে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের একটা বড় এলাকা ইউপি অঞ্চলের একাংশের মানুষ বিশ্বাস করেন, কাউকে কাদায় নিক্ষেপ করলে বা কাদামাটি দিয়ে স্নান করালে খুশি হন বৃষ্টির দেবতা বরুণদেব।


এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিধায়ক মহাশয় প্রথমে সেখানে উপস্থিত ছিলেন না। পৌরসভার সভাপতি কৃষ্ণগোপাল জয়সওয়াল এবং স্থানীয়রাই ওই আচার পালন করছিলেন। প্রায় অকাল দোল নেমে এসেছিল। মহিলা-পুরুষরা একে অপরকে কাদা মাখাচ্ছিলেন। এমন সময়, সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হন বিধায়ক জয় মঙ্গল কানোজিয়া। হাতের কাছে বিধায়ককে পেয়ে তাঁকে এই আচারে যুক্ত করার সুযোগ ছাড়েননি স্থানীয় বাসিন্দারা। বিধায়কও খুশি মনে গাড়ি থেকে নেমে তাঁদের কাদামাটি মাখানোর আব্দার মেনে নেন। দুই বিজেপি নেতার গায়ে-মাথায় কাদা লেপে দেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত মহিলাদের, ভগবানকে উদ্দেশ্য গান গাইতেও দেখা যায়। স্থানীয়দের দাবি, এবার ভগবান বরুণ খুশি হয়ে শহরে বৃষ্টির আশীর্বাদ বর্ষাবেন।

অন্যদিকে, বিধায়ক জয় মঙ্গল কানোজিয়া জানিয়েছেন, প্রচন্ড গরমে তাঁর বিধানসভা এলাকার মানুষ খুবই সমস্যায় পড়েছেন। তাই, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে রাজি হন। বিধায়ক বলেন, ‘এই আবহাওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে, ফসল শুকিয়ে যাচ্ছে। গতকাল আমি আমার ওয়ার্ডে ঘোরাঘুরি করছিলাম। সেই সময় কয়েকজন মহিলা ও শিশু এসে আমাকে কাদায় স্নান করাতে চায়। ভগবান ইন্দ্রদেবকে খুশি করার জন্য এটি একটি পুরানো ঐতিহ্য ও বিশ্বাস। তাই আমি এর অংশ হতে দ্বিধা করিনি। আমি চাই তাঁদের প্রার্থনা শুনে শীঘ্রই বৃষ্টি নামুক।’

Next Article