প্রয়াগরাজ: ১২ বছর পর মহাকুম্ভ মেলা। কোটি কোটি পুণ্যার্থী ভিড় করছেন প্রয়াগরাজে। ৪৫ দিনের মহাকুম্ভে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়তে পারে। এই মহাকুম্ভের সময় মহাকাশ থেকে কেমন দেখতে হয় প্রয়াগরাজের এই স্থানকে? মহাকুম্ভের আগের ও মহাকুম্ভের সময় মহাকাশ থেকে সেখানকার ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)
গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যার্থীদের থাকার জন্য দেড় লক্ষ অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। ৩ হাজার রান্নাঘর রয়েছে। সেজে উঠেছে প্রয়াগরাজ। এইসময় প্রয়াগরাজকে মহাকাশ থেকে কেমন দেখতে হয়, ভারতীয় কৃত্রিম উপগ্রহের তোলা সেই ছবি প্রকাশ করেছে ইসরো। অত্যাধুনিক অপটিক্য়াল স্যাটেলাইট ব্যবহার করে ইসরোর হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার বেশ কয়েকটি ছবি তুলেছে।
সেইসব ছবিতে অস্থায়ী তাঁবু ও মহাকুম্ভে অস্থায়ী সেতুর ছবি ধরা পড়েছে। মহাকুম্ভে কোনও বিপর্যয় ও পদপিষ্টের মতো পরিস্থিতি আটকাতে এইসব ছবি ব্যবহার করছে উত্তর প্রদেশ প্রশাসন।
প্রয়াগরাজ প্যারেড গ্রাউন্ডের একাধিক ছবি দেখা গিয়েছে। ২০২৪ সালের ৬ এপ্রিলের ছবি। মহাকুম্ভের প্রস্তুতির ছবি দেখা যাচ্ছে ২০২৪ সালের ২২ ডিসেম্বেরের ছবিতে। আর পুণ্যার্থীরা সেখানে জড়ো হওয়ার পর গত ১০ জানুয়ারির ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং বলছেন, এত পুণ্যার্থীদের সমাগমকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করে উন্নত এই প্রযুক্তি।
মহাকাশ থেকে তোলা ছবিতে শিবালয় পার্কের ছবিও ধরা পড়েছে। ২০২৪ সালের ৬ এপ্রিলের ছবিতে এলাকাটি ফাঁকা দেখা যায়। তারপর গত বছরের ২২ ডিসেম্বরের ছবিতে শিবালয় পার্কের অবস্থান ধরা পড়ে। আর ১০ জানুয়ারির ছবিতে তা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে।