BJP Minister: কী খেলে ঐশ্বর্যা রাইয়ের মতো চোখ পাওয়া যায়? জানালেন বিজেপি মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 22, 2023 | 11:09 AM

Fish consume benefits: মাছ খেলে শুধু চোখ, ত্বক সুন্দর হওয়ার পরামর্শ দিয়ে থেমে থাকেননি বিজেপি মন্ত্রী। কেন সুন্দর হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন। ৬৮ বছর বয়সি গাভিত বলেন, "মাছে কিছু তেল থাকে। সেটা আপনার ত্বক মসৃণ করবে।"

BJP Minister: কী খেলে ঐশ্বর্যা রাইয়ের মতো চোখ পাওয়া যায়? জানালেন বিজেপি মন্ত্রী
ঐশ্বর্যা রাইয়ের মতো চোখ কীভাবে পাওয়া যাবে, জানালেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী।

Follow Us

মুম্বই: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর। এবার মাছ নিয়ে বিতর্ক উসকে দিলেন মহারাষ্ট্রের BJP মন্ত্রী বিজয়কুমার গাভিত। সকলকে প্রতিদিন মাছ খাওয়ার পরামর্শ দিয়ে তাঁর মন্তব্য,  “প্রতিদিন মাছ খেলে অভিনেত্রী ঐশ্বর্যা রাইয়ের মতো সুন্দর ত্বক ও চোখ হবে।” আদিবাসী দফতরের এই মন্ত্রীর (Maharashtra minister) মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নানদুর্বার জেলায় একটি জনসভায় গিয়েছিলেন মহারাষ্ট্রের আদিবাসী মন্ত্রী বিজয়কুমার গাভিত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মাছ খাওয়া প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তারপর তাঁর সেই মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি।

ঠিক কী বলেছেন মন্ত্রী?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সকলকে মাছ খাওয়ার পরামর্শ দিয়ে বিজেপি মন্ত্রী বিজয়কুমার গাভিত বলছেন, “যাঁরা প্রতিদিন মাছ খান, তাঁদের ত্বক মসৃণ হয় এবং চোখ উজ্জ্বল হয়। কেউ আপনার দিকে তাকালে সে আকৃষ্ট হবে।” এরপরই ঐশ্বর্যা রাইয়ের প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও বলেন, “ঐশ্বর্যা রাই সমুদ্রের কাছে ম্যাঙ্গালুরুতে থাকতেন। তিনি প্রতিদিন মাছ খেতেন। তাঁর চোখ দেখেছেন? আপনারও তাঁর মতো চোখ হবে।”

মাছ খেলে শুধু চোখ, ত্বক সুন্দর হওয়ার পরামর্শ দিয়ে থেমে থাকেননি বিজেপি মন্ত্রী। কেন সুন্দর হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন। ৬৮ বছর বয়সি গাভিত বলেন, “মাছে কিছু তেল থাকে। সেটা আপনার ত্বক মসৃণ করবে।”

যদিও এই ধরনের মন্তব্য করে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজয়কুমার গাভিত। মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক আমোল মিটকারি বলেন, এই ধরনের ‘ফালতু’ মন্তব্য না করে মন্ত্রীর আদিবাসীদের উন্নয়নে দৃষ্টি দেওয়া উচিত। আবার বিজেপি বিধায়ক নীতেশ রানে কটাক্ষের সুরে বলেন, “আমি প্রতিদিন মাছ খাই। আমার চোখ ঐশ্বর্যা রাইয়ের মতো হওয়া উচিত। আমি গাভিত সাহিবকে জিজ্ঞাসা করব, এই বিষয়ে কোনও গবেষণা আছে কিনা।”

অন্যদিকে, মন্ত্রীর এই ধরনের মন্তব্য মহিলাদের পক্ষে অসম্মানজনক বলে সরব হয়েছে মহারাষ্ট্রের মহিলা কমিশন। জনপ্রতিনিধিদের কোনও মন্তব্য করার আগে তার প্রভাব সমাজের উপর কী পড়বে, সে ব্যাপারে সতর্ক হওয়া উচিত বলে জানিয়েছেন মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান রূপালি চাকানকার। সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য ভাইরাল হয়েছে, সে ব্যাপারে মন্ত্রী গাভিতের কাছে রিপোর্টও তলব করেছে মহারাষ্ট্র মহিলা কমিশন। আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছেও চিঠি লিখেছেন কাক্কার।

Next Article