মুম্বই: বিজেপির একার ফল দেখে রীতিমতো চাপে পড়ে গেল মহারাষ্ট্রের আগাড়ি সরকার (Maha Vikas Aghadi)। মঙ্গলবারই সেখানে ৮৫টি জেলা পরিষদ (Zila Parishad) ও ১৪৪টি পঞ্চায়েত সমিতি(Panchayat Samiti)-র আসনে উপ-নির্বাচন (By-Election) হয়। বুধবার ফলপ্রকাশ হতেই দেখা গেল ৮৫টি আসনের মধ্যে বিজেপি(BJP) একাই জিতেছে ২২টি আসন। সেখানেই মহা বিকাশ আগাড়ি জোটের সদস্য কংগ্রেস (Congress) ১৯টি, এনসিপি(NCP) ১৫টি এবং শিবসেনা (Shiv Sena) মাত্র ১২টি আসনে জয়লাভ করেছে। পঞ্চায়েত সমিতির নির্বাচনে কিছুটা হলেও মুখ রক্ষা করতে পেরেছে কংগ্রেস, ১৪৪টি আসনের মধ্যে ৩৬টি আসনে জয়লাভ করেছে তারা।
ধুলে, নান্দুবার, আকোলা, ওয়াসিম, নাগপুর, পালঘর সহ মোট ৬টি জেলা পরিষদের ৮৪টি শূন্য আসনে নির্বাচন ছিল মঙ্গলবার। একইসঙ্গে তিন জেলায় ৩৭টি পঞ্চায়েত সমিতির মোট ১৪১ টি আসনেও নির্বাচন হয়। একটি জেলা পরিষদ ও তিনটি পঞ্চায়েত সমিতিতে কোনও প্রার্থী না দেওয়ায় সেগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতবারের প্রার্থীরা জয়ী হয়েছে।
বুধবার ফল প্রকাশ হলে দেখা যায়, জেলা পরিষদে কংগ্রেস ১৯টি, এনসিপি ১৫টি এবং শিবসেনা মাত্র ১২টি আসনে জয়লাভ করেছে। বিজেপি একাই ২২টি আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থী ৪টি আসন এবং সিপিএই(এম) ১টি আসনে জয়লাভ করেছে। অন্য়ান্য় দলগুলি ১২টি আসনে জয়লাভ করেছে।
পঞ্চায়েত সমিতির নির্বাচনে কিছুটা হলেও মুখ রক্ষা করতে পেরেছে কংগ্রেস, ১৪৪টি আসনের মধ্যে ৩৬টি আসনে জয়লাভ করেছে তারা। বিজেপির দখলে গিয়েছে ৩৩টি আসন। শিবসেনা ২৩টি এবং এনসিপি ১৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া নির্দল প্রার্থীরা ৭টি আসন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ১টি ও অন্য়ান্য দলগুলি মোট ২৬টি আসনে জয়লাভ করেছে। মহা বিকাশ আগাড়ি জোটই জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়লাভ করলেও এককভাবে বিজেপির দারুণ ফল তাদের বেশ চাপে ফেলেছে।
মহারাষ্ট্রের পিডব্লুডি মন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চাভান বলেন, ‘মারাঠা সংরক্ষণ ও ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপি যে দু-মুখী রাজনীতি করেছিল, সেই কারণেই জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে তারা জয়ী হতে পারেনি। জেলা পরিষদে আগেই কংগ্রেসের কাছে ১৩টি আসন ছিল, এবারের উপ-নির্বাচনে তারা ১৭টি আসনে জয়লাভ করেছে। মহা বিকাশ আগাড়ি জোট এবার ৪৬ টি আসনে জয়লাভ করেছে। গতবার এই সংখ্যাটি ছিল ৩৭। অন্যদিকে, বিজেপিব গতবার ৩১টি আসন পেলেও এবারে তাদের জয় করা আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২-এ।”
অন্যদিকে, বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস বলেন,”উপনির্বাচনের ফল দেখেই বোঝা যাচ্ছে যে শিবসেনাকে কাজে লাগিয়ে কোন দল সুবিধা পাচ্ছে এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বে কীভাবে শিবসেনার পতন হচ্ছে। যখন বাকি দলগুলির ভিত দুর্বল হচ্ছে, সেই সময়ই বিজেপির ভিত ক্রমশ শক্তিশালী হচ্ছে।”