Lakhimpur Violence: ‘কতজনকে গ্রেফতার করেছেন?’, শুক্রবারই রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার ‘সুপ্রিম’ নির্দেশ
Supreme Court on Lakhimpur Violence: গোটা ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের তরফে জানতে চাওয়া হয়, ওই ঘটনায় এখনও অবধি কতজনকে গ্রেফতার করা হয়েছে।
নয়া দিল্লি: লখিমপুর হিংসার ঘটনায় শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। রবিবারে ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যু ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল হতেই বুধবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, একটি স্বতঃপ্রণোদিত মামলা (Suo Motu Case) রুজু করা হয়েছে। তবে এ দিন মামলার শুরুতেই শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, স্বতঃপ্রণোদিত মামলা নয়, দুই আইনজীবীর চিঠির ভিত্তিতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে।
গতকালই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি এন ভি রমণ (NV Ramana), বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) এবং বিচারপতি হিমা কোহলি(Hima Kohli)-র বেঞ্চে এই মামলার শুনানি হবে। এ দিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি এনভি রমণ বলেন, “মঙ্গলবার দুই বিচারপতি লখিমপুরের ঘটনা নিয়ে আদালতে চিঠি জমা দিয়েছিলেন। আমরা রেজিস্ট্রিকে চিঠিটি জনস্বার্থ মামলা হিসাবেই দায়ের করতে বললেও কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা এটিকে স্বতঃপ্রণদিত মামলা হিসাবে দায়ের করেছে। এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে।”
মঙ্গলবারই আইনজীবী শিবকুমার ত্রিপাঠি প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে গোটা বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানান। সীর্ষ আদালতে জমা দেওয়া আর্জিপত্রে তিনি বলেন, “আশীষ মিশ্রের নামে এফআইআর দায়ের করা হলেও তাঁকে জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন করা হয়নি। লখিমপুরে সেদিনের ঘটনায় একাধিক কৃষকের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষের অবহেলায়। আমাদের অনুরোধ সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করে কারণ এটি মানবাধিকার লঙ্ঘনের সমান।” অভিযোগকারীর দাবি, চাপে পড়ে এফআইআর দায়ের করলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
এ দিন মামলার শুনানির শুরুতেই শীর্ষ আদালতের তরফে রাজ্য় সরকারকে আগামিকালের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। এই রিপোর্টে রবিবারের ঘটনায় কোন আটজনের মৃত্যু হয়েছিল এবং সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। গোটা ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের তরফে জানতে চাওয়া হয়, ওই ঘটনায় এখনও অবধি কতজনকে গ্রেফতার করা হয়েছে।
জবাবে উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়, মোট ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং একটি তদন্তকারী কমিটিও গঠন করা হয়েছে এক প্রাক্তন বিচারপতির অধীনে। ওই কমিটি লখিমপুরে ঘটনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ শুনবে এবং আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে প্রধান বিচারপতি এনভি রমণ বলেন, “সাধারণ মানুষের ক্ষোভ যে আপনারা সঠিকভাবে এফআইআর দায়ের করছেন না এবং তদন্তও সঠিকভাবে শুরু করা হয়নি।”
একইসঙ্গে মামলার শুনানি চলাকালীনই তিন বিচারপতির বেঞ্চ জানতে পারেন মৃত এক কৃষকের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ওই মহিলার যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, “শুনানি চলাকালীনই আমরা জানতে পেরেছি রবিবারের ঘটনায় মৃত একজনের মা সন্তান হারানোর শোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে ওনার যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।” অপর বিচারপতি সূর্যকান্ত বলেন, “ওনাকে যথাসম্ভব দ্রুত কাছের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করা হোক।”