Uddhav Thackeray-KCR Meeting: ‘বদলা নেয় না আমাদের হিন্দুত্ব’, নয়া বিরোধী জোট গড়তে কী পরিকল্পনা কেসিআর-ঠাকরের?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 21, 2022 | 7:24 AM

Uddhav Thackeray-KCR Meeting: যুগ্ম সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, "আগামিদিনের পরিকল্পনা নিয়ে কোনও উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, সেই কারণেই আজকের এই বৈঠক করা হয়েছে। এই উদ্যোগ অনেক পরিশ্রম ও সময় নেবে।"

Uddhav Thackeray-KCR Meeting: বদলা নেয় না আমাদের হিন্দুত্ব, নয়া বিরোধী জোট গড়তে কী পরিকল্পনা কেসিআর-ঠাকরের?
বৈঠক শেষে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। ছবি:PTI

Follow Us

মুম্বই: পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022)। এই নির্বাচনের ফল থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সুরও বাঁধা হয়ে যাবে। এরইমধ্যে রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। রাজ্যের সীমানা পার করে এবার জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে চাইছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)। এই কাজে সঙ্গী হিসাবে তিনি পাশে চাইছেন বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনাই। সেই উদ্দেশেই রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-র সঙ্গে দেখা করেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ‘বর্ষা’য় তারা দেখা করেন এবং দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনাও করেন। বৈঠক শেষে তারাব যুগ্ম সাংবাদিক বৈঠকও করেন। সেখানেই নাম না উল্লেখ করেও যেভাবে কেন্দ্রের শালক দল বিজেপিকে দুষেছেন তারা, তাতে রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

গতকালই মুম্বই পৌঁছন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর সঙ্গে কন্য়া কবিতা কালভাকুন্তলা সহ একাধিক টিআরএস সদস্যরাও আসেন। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়, তাতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত, অরবিন্দ সাওয়ান্ত ও অভিনেতা প্রকাশ রাজ। বৈঠকে নানা ধরনের কৃষিকাজ সংক্রান্ত প্রকল্প যেমন বাভলি বাঁধ, তুম্মিডি হাট্টি, মেদিগাড্ডা ব্যারেজ ও চাণক্য-কোরাটা ব্যারেজের মতো প্রকল্প নিয়ে আলোচনা হয়।  বৈঠক শেষে তারা যুগ্ম সাংবাদিক বৈঠক করেন। এরপর তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে যান।

হিন্দুত্ব নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী:

যুগ্ম সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, “আগামিদিনের পরিকল্পনা নিয়ে কোনও উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, সেই কারণেই আজকের এই বৈঠক করা হয়েছে। এই উদ্যোগ অনেক পরিশ্রম ও সময় নেবে। আরও সাহায্যের প্রয়োজন রয়েছে। মিথ্যাচার ও অন্যের সম্মানহানি করার ব্যবসা চলছে, তা সঠিক নয়। কিন্তু বর্তমানে সেটাই চলছে।”

বিজেপির নাম না নিয়েই উদ্ধব ঠাকরে বলেন, “আমাদের হিন্দুত্ব এইরকম নয়। ওইরকম নয়, যা সারাক্ষণ বদলা নেওয়ার মানসিকতার আশেপাশেই আবর্তিত হয়। কিছু মানুষ কেবল স্বার্থের জন্য কাজ করে, তার জন্য দেশকেও বেচে দিতে রাজি তারা। আমাদের দেশকে সঠিক পথে নিয়ে আসতে হবে। কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে পরে আলোচনা করা যাবে। আজ থেকে আমরা এই বিষয় নিয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে দেখা করব।”

দেশ শাসনে পরিবর্তন চান কেসিআরও:

উদ্ধব ঠাকরের সঙ্গে গলা মিলিয়েই তেলেঙ্গনার মুখ্যমন্ত্রীও বলেন, “আমি উদ্ধবজীর সঙ্গে দেখা করে খুব খুশি। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। কীভাবে উন্নয়ন আনা যায়, কাজের গতি ও পরিকাঠামোগত পরিবর্তন নিয়েও আমরা আলোচনা করেছি।  আমরা দুই রাজ্য ভাইয়ের মতো কারণ আমরা ১ হাজার কিলোমিটারের সীমানা ভাগ করি। মহারাষ্ট্রের সাহায্যের ফলেই আমরা কালেশ্বরম প্রকল্প তৈরি করতে পেরেছি। এটা তেলেঙ্গনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আগামিদিনেও দুই রাজ্য একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করবে।”

কেসিআর জানান, সমমনস্ক একাধিক বিরোধী নেতারা শীঘ্রই হায়দরাবাদ বা অন্য কোনও শহরে সাক্ষাৎ করতে পারেন, বিরোধী জোট নিয়ে ভবিষ্যৎ নির্ধারণের জন্য।

আরও পড়ুন: Manipur Assembly Election 2022 : ভোটের আগে বিজেপি-এনপিপি সংঘর্ষে গুলিবিদ্ধ এনপিপি প্রার্থীর বাবা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Next Article