Devendra Fadnavis: কাটআউট-পোস্টার রয়েছে, দেখা নেই উপ-মুখ্যমন্ত্রীরই! বিজেপির উদযাপনে কেন গরহাজির ফড়ণবীস?

Devendra Fadnavis: আগাড়ি সরকারের পতনের পরই দলীয় সূত্রে জানা গিয়েছিল যে, একনাথ শিন্ডে বিদ্রোহ শুরু করার আগেই বেশ কয়েকবার সুরাটে গিয়ে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করেছিলেন।

Devendra Fadnavis: কাটআউট-পোস্টার রয়েছে, দেখা নেই উপ-মুখ্যমন্ত্রীরই! বিজেপির উদযাপনে কেন গরহাজির ফড়ণবীস?
ফাইল চিত্র। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 2:46 PM

মুম্বই: ব্যবধান মাত্র আড়াই বছর। শিবসেনার (Shiv Sena) মহা বিকাশ আগাড়ি (Maha Vikas Aghadi) জোটকে ভেঙে ফের একবার ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি (BJP)। শিবসেনার বিধায়ক একনাথ শিন্ডে দায়িত্ব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। উপ-মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। এরপরই খুশির জোয়ারে ভাসছে মহারাষ্ট্রের বিজেপি কর্মীরা। শুক্রবারই মুম্বইয়ে বিজেপির দফতরে উদযাপন করছিলেন দলীয় কর্মীরা। তাদের হাতে ধরা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের ছবি। তবে উপমুখ্যমন্ত্রীর পোস্টার থাকলেও, দেখা মিলল না তাঁর। দলীয় ওই উদযাপনে দেখা যায়নি ফড়ণবীসের ঘনিষ্ঠ নেতাদেরও। এরপরই জল্পনা শুরু হয়েছে যে, উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে খুশি নন দেবেন্দ্র ফড়ণবীস। সেই কারণেই দলের উদযাপনে দেখা মেলেনি তাঁর।

শুধুমাত্র দেবেন্দ্র ফড়ণবীসই নন, তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিধায়ক গিরিশ মহাজন, প্রবীণ দারেকর, প্রসাদ লাড, সঞ্জয় কুটেও বিজেপির সদর কার্যালয়ের উদযাপনে উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে খুশি নন। দেবেন্দ্র ফড়ণবীস। সেই কারণেই বিজেপির উদযাপনে অংশ নেননি। যদিও উপমুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সাফাই দেওয়া হয়েছে বিজেপির তরফে। জানানো হয়েছে, কোথাও বলা হয়নি এই দলীয় উদযাপনে দেবেন্দ্র ফড়ণবীস উপস্থিত থাকবেন।

এদিকে, আজ থেকেই হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। ওই বৈঠকে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও, দেবেন্দ্র ফড়ণবীস এই বৈঠকে যোগ দেবেন না। সোমবার মহারাষ্ট্রের বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশনের আগে বৈঠকে ব্যস্ত নতুন উপ-মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি।

মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের নেপথ্যে একনাথ শিন্ডের পাশাপাশি দেবেন্দ্র ফড়ণবীসেরও হাত ছিল, এ কথা প্রায় স্পষ্ট। আগাড়ি সরকারের পতনের পরই দলীয় সূত্রে জানা গিয়েছিল যে, একনাথ শিন্ডে বিদ্রোহ শুরু করার আগেই বেশ কয়েকবার সুরাটে গিয়ে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করেছিলেন। বিদ্রোহী বিধায়কদের ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া, উদ্ধব ঠাকরের উপর চাপ সৃষ্টি, আস্থা ভোটের পরামর্শ- যাবতীয় পরিকল্পনার নেপথ্যেই ছিলেন দেবেন্দ্র ফড়ণবীস।

চলতি সপ্তাহের বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ঠাকরে ইস্তফা দিতেই জল্পনা শুরু হয়েছিল যে, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। উপমুখ্যমন্ত্রী হবেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার দুপুর অবধি মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এই খবর চাউর হলেও, বিকেলেই জানা যায় যে, উপমুখ্যমন্ত্রী নন, সরাসরি মুখ্যমন্ত্রীর দায়িত্বই দেওয়া হচ্ছে একনাথ শিন্ডেকে। বিকেলে সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়ণবীস জানান, বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের সমর্থন জানালেও, সরকারের অংশ হবেন না তিনি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের চাপেই বাধ্য হয়ে উপ-মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেন ফড়ণবীস।