Maharastra: কোভিড আবহে নয়া পর্যটন নীতি চালু করল মহারাষ্ট্র সরকার, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 29, 2021 | 10:18 PM

Maharashtra, Tourism, সংক্রমণের হার কমে যেতেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ পথ খুলে দিয়েছে ভারত। অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের বিভিন্ন রাজ্যগুলি পর্যটক টানতে মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় পর্যটকদের আকর্ষণ করতে অন্যান্য রাজ্যগুলির তুলনায় খানিকটা এগিয়ে আছে মহারাষ্ট্র।

Maharastra: কোভিড আবহে নয়া পর্যটন নীতি চালু করল মহারাষ্ট্র সরকার, জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

মুম্বাই: করোনা ভাইরাসের আগমনের পর থেকেই পৃথিবীর পর্যটন মানচিত্রে আমুল বদল ঘটেছে। করোনার সংক্রমণ তুঙ্গে থাকার সময় থেকেই ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের বিধি নিষেধ জারি করা হয়েছিল। বর্তমানে সংক্রমণের হার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রমেই সেই বিধিনিষেধ খানিকটা শিথিলতা পেয়েছিল। এই ছাড় পেতেই ভ্রমণ পিপাসুরা ক্রমেই বিভিন্ন গন্তব্যে যেতে শুরু করে দিয়েছেন।

সংক্রমণের হার কমে যেতেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ পথ খুলে দিয়েছে ভারত। অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের বিভিন্ন রাজ্যগুলি পর্যটক টানতে মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় পর্যটকদের আকর্ষণ করতে অন্যান্য রাজ্যগুলির তুলনায় খানিকটা এগিয়ে আছে মহারাষ্ট্র। আয়তনে দেশের রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে থাকা এই রাজ্যটি পর্যটকদের পছন্দের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে। মহারাষ্ট্র যেন ইতিহাস, সমুদ্র ও পাহাড়ে এক অদ্ভূত মিশেল কোনও পর্যটকের মনে টেন আনতে বাধ্য। এবার কোভিড পরবর্তী পরিস্থিতিতে পর্যটনের বিস্তারে নয়া নীতি নিয়েছে মহারাষ্ট্র সরকার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নয়া সরকারি নীতি।

 

১. বিচ শ্যাক পর্যটন নীতি: জানা গিয়েছে, মহারাষ্ট্রের পর্যটন বিভাগ সমুদ্র সৈকতে অস্থায়ীভাবে খুপরি, পোর্টেবল কেবিন, ডেক-বেড, ছাতা ইত্যাদি নির্মাণের জন্য বিশেষ পারমিট জারি করবে। কিন্তু সরকারের তরফে নির্দেশ , সমুদ্র সৈকতের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে কোনও নির্মাণ করা যাবে না। রত্নাগিরি, সিন্ধুদুর্গা, রায়গড়, পালঘর সৈকতে এইগুলি নির্মাণের অনুমতি মিলেছে এবং প্রতিটি সৈকতে মাত্র দশটি বিচ শ্যাক তৈরির অনুমতি দেওয়া হবে।

২. কৃষি পর্যটন নীতি: এই নীতি তুলনামূলকভাবে নতুন। গ্রামীণ পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে এই নয়া নীতি কার্যকর করা হবে। এই নয়া পর্যটন নীতিতে ভ্রমণের সঙ্গে সঙ্গে শিক্ষামূলক একটি দিকও রয়েছে বলেই জানা গিয়েছে। এই নয়া নীতিতে গ্রামীণ পর্যটন কেন্দ্রগুলিকে প্রচারের আলোয় আনা হবে যার ফলে কর্মসংস্থানের নতুন দিক খুলে যাবে।

 

৩. ক্যারাভান পর্যটন: করোনা পরবর্তী সময়ে পর্যটন শিল্পে পর্যটকদের মধ্যে আলাদা থাকার একটা প্রবনতা দেখা যাচ্ছে। কিন্তু ভ্রমণের স্বাদ চেটে পুটে উপভোগ করতে পর্যটকরা হোটেল, রিসর্ট এবং ঐতিহ্যবাহী আবাসনের মত বিকল্পগুলির বাইরে অন্য ধরনের কিছুর অভিজ্ঞতা যাচাই করে দেখতে ইচ্ছুক। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, মহারাষ্ট্র সরকার ‘ক্যারাভান পর্যটন’ নীতি প্রণয়ন করেছে। এই নীতি অনুযায়ী থাকার জন্য পিপিপি মডেলে ক্যারভানের বন্দোবস্ত করা থাকবে এবং সেখানে পর্যটকরা যাবতীয় সুবিধা পাবেন।

৪. সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স নীতি: এই নীতির অধীনে, পর্যটন বিভাগ একটি সাধারণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করেছে। এই পোর্টালে রাজ্যের একটি আতিথেয়তা ইউনিট স্থাপনের জন্য লাইসেন্স, অনুমতি চাওয়ার প্রক্রিয়াটিকে সহজতর করবে। এক জায়গা থেকেই সব কিছুর জন্য আবেদন করা সম্ভব হবে।

 

আরও পড়ুন Mamata and Rahul Gandhi in Goa: গোয়ায় সরগরম! মমতার ফেরার দিনে সৈকত শহরে রাহুল

Next Article