মুম্বই: একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নেওয়া দলীয় বিধায়কদের বহিষ্কার করল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। সোমবার (৩ জুন), এনসিপির মহারাষ্ট্র শাখার প্রধান জয়ন্ত পাটিল জানিয়েছেন, ওই বিধায়কদের দলীয় প্রতীক ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। এরপরও, তাঁরা যদি দলের প্রতীক ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অজিত পওয়ারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হয়েছে দলের আরও তিন নেতাকে – মুম্বই বিভাগের প্রধান নরেন্দ্র রাঠোড়, আকোলার জেলা প্রধান বিজয় দেশমুখ এবং এনসিপি নেতা শিবাজিরাও গারজে। শরদ পওয়ার বলেছেন, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো মানসিকতা তাঁর নেই। এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ করছেন জয়ন্ত পাতিল।
বহিষ্কার করা হয়েছে দুই সাংসদ প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তাতকরেকেও। ‘গোপনে’ দলের মধ্যে বিদ্রোহের পরিকল্পনা’ করার অভিযোগে, তাঁদের অযোগ্য বলে ঘোষণার দাবি জানিয়েছিলেন শরদ-কন্যা তথা এনসিপির কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে। এরপরই, টুইট করে শরদ পওয়ার তাঁদের দুজনকেও দল থেকে বহিষ্কার করার কথা জানান। একই সঙ্গে এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি অজিত পওয়ারের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৯ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটি বলেছে, “৯ বিধায়ককে অবিলম্বে অযোগ্য ঘোষণা করা উচিত। যদি তাদের বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে দেওয়া হয়, তাহলে তাঁরা দলের স্বার্থ ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাবে।”.রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভাঙন রুখতে এবং যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের দলে ফিরিয়ে আনতেই এই কড়া পদক্ষেপ করল এনসিপি।
রবিবার সকালে, সকলকে চমকে দিয়ে এনডিএ সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ছগন ভুজবল, হাসান মুশরিফ-সহ তাঁর অনুগত ৮ বিধায়ক। এরপর, জিতেন্দ্র অওহাদকে বিধানসভায় দলের চিফ হুইপ হিসাবে নিযুক্ত করেছে এনসিপি। একইসঙ্গে তাঁকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেন, “এনসিপি দলের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছি। জিতেন্দ্র অওহাদের নাম চিফ হুইপ হিসাবে পাঠানো হয়েছে।”