নয়া দিল্লি: একদিন আগেই তাঁর দীর্ঘ রাজনৈতিকর জীবনে সবথেকে বড় ধাক্কা খেয়েছেন শরদ পওয়ার। যাকে এনসিপি প্রধান নিজেই বলেছিলেন, ‘গুগলি বল নয়, ডাকাতি’। আর এই ‘ডাকাতি’র একদিন পরই নিজের শক্তি বুঝিয়ে দিলেন শরদ পওয়ার। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে সাতারা জেলার করদে মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী তথা তাঁর গুরু যশবন্তরাও চভানের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শরদ পওয়ার। তারপর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এনসিপি প্রধান জানান, দেশের সমস্ত বিরোধী দলগুলিকে ‘ধ্বংস’ করার চেষ্টা করছে বিজেপি। তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র-সহ গোটা দেশে, জাতি এবং ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল তৈরি করছে কিছু গোষ্ঠী। তিনি আরও জানিয়েছেন, দলকে তিনি ফের নতুন করে গড়ে তুলবেন। তবে, বিদ্রোহী বিধায়কদের দলে ফিরে আসার পথও খোলা রেখেছেন তিনি। তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে বলেও জানান তিনি।
শরদ পওয়ার বলেন, “আজ মহারাষ্ট্র-সহ গোটা দেশে, জাতি এবং ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল তৈরি করছে কিছু গোষ্ঠী। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজ থেকে আমার লড়াই শুরু। এই ধরনের বিদ্রোহ ঘটেই থাকে। দলকে আমি পুনর্গঠন করব। যারা এনসিপি ভাঙার চেষ্টা করেছে, তাদের আসলে কোথায় থাকার কথা, আমরা তা দেখিয়ে দেব।” রবিবার, নিজ বাসভবনে এনসিপি বিধায়কদের নিয়ে একটি বৈঠক করার পর, একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়ণবীস সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে যোগ দেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে এনডিএ সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও আট এনসিপি বিধায়ক। অজিত পওয়ারের দাবি অনুযায়ী, তাঁর সঙ্গে দলের অন্তত ৪০ জন বিধায়ক আছেন। রবিবারই, ৮২ বছরের শরদ পওয়ার জানিয়েছিলেন ভাইপোর এই বিদ্রোহে তিনি আদৌ বিচলিত নন। জনগণের মধ্যে গিয়ে তিনি নতুন করে দল গড়ে তুলবেন। এদিন করদের সভাতেও সেই কথাই বলেছেন।
তবে, এনসিপি সমর্থকরা যে এখনও তাঁর সঙ্গেই আছে, এদিনই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এদিন সকালে, পুনের বারামতীর বাসভবন থেকে করদের উদ্দেশে রওনা হন শরদ পওয়ার। যাত্রা পথের বেশ কয়েকটি জায়গায়, সমর্থকদের উচ্ছ্বাসের জেরে তাঁকে থামতে হয়। রাস্তার দুই ধারেই অসংখ্য সমর্থক, শরদ পওয়ারের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিলেন। হাত নেড়ে শরদ পওয়ারের প্রতি তাঁরা তাঁদের ভালবাসা এবং সমর্থন প্রকাশ করেন। করদে, শরদ পওয়ারকে স্বাগত জানান হাজার হাজার এনসিপি সমর্থক। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বালাসাহেব পাতিল এবং আরেক বিধায়ক মকরন্দ পাতিল। শপথ গ্রহণের আগে অজিত পওয়ারের বাংলোতে যে বৈছক হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মকরন্দ। তিনি অবশ্য রাজভবনে যাননি। শরদ পওয়ারের প্রতি কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবনের বিশে, ভালবাসা নেই। তবে, এনসিপি তথা বিরোধী জোটের এই সঙ্কটের সময়ে শরদ পওয়ারের পাশে আছেন তিনিও।