থাকছেন পুতিন-জিনপিং-শরিফ, মঙ্গলে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে SCO গোষ্ঠীর শীর্ষ সম্মেলন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 03, 2023 | 3:19 PM

SCO virtual summit: প্রাথমিকভাবে এই শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল নয়া দিল্লিতে। সশরীরে উপস্থিত থাকার কথা ছিল সকল রাষ্ট্রপ্রধানদের। তবে জুনের শুরুতেই সেই পরিকল্পনা বদলানো হয়।

থাকছেন পুতিন-জিনপিং-শরিফ, মঙ্গলে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে SCO গোষ্ঠীর শীর্ষ সম্মেলন
এই প্রথম এসসিও গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত
Image Credit source: AP

Follow Us

নয়া দিল্লি: মঙ্গলবার (৪ জুলাই), ভারতের সভাপতিত্বে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) ভার্চুয়াল শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্যান্য সদস্য ও পর্যবেক্ষক দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। দুপুর সাড়ে বারোটায় শুরু হবে এই শীর্ষ সম্মেলন, চলবে বিকেল ৩টে পর্যন্ত। প্রাথমিকভাবে এই শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল নয়া দিল্লিতে। সশরীরে উপস্থিত থাকার কথা ছিল সকল রাষ্ট্রপ্রধানদের। তবে জুনের শুরুতেই সেই পরিকল্পনা বদলানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, সমস্ত বিষয় বিবেচনা করে এই শীর্ষ সম্মেলন ভার্চুয়াল ফর্ম্যাটে করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মে মাসে গোয়ায় এসসিও গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছিল। সেখানে, পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো, চিনের কিন গ্যাং, রাশিয়ার সের্গেই ল্যাভরভ-সহ সমস্ত বিদেশমন্ত্রীরা সশরীরেই যোগ দিয়েছিলেন।

এবারের সম্মেলনের আলোচ্য বিষয়, ‘টুওয়ার্ডস আ সিকিওর এসসিও’ বা, ‘নিরাপদ এসসিও-র লক্ষ্যে’। বর্তমানে এসসিও গোষ্ঠীর সদস্য দেশগুলি হল – চিন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এই সকল দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেবে তিনটি পর্যবেক্ষক দেশ – ইরান, বেলারুশ এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপ্রধানরা। এসসিওর রীতি অনুযায়ী, তুর্কমেনিস্তানকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এসসিও সেক্রেটারিয়েট এবং এসসিও ব়্যাটস – এসসিও-র এই দুই সংস্থার প্রধানরাও থাকবেন। এছাড়া, রাষ্ট্রপুঞ্জ, আসিয়ান, সিআইএস, সিএসটিও, ইএইইউ এবং সিআইসিএ – এই ছয় আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এসসিও-র সর্বশেষ শীর্ষ সম্মেলনটি হয়েছিল উজবেকিস্তানের সমরকন্দে, ২০২২ সালের সেপ্টেম্বরে। সকল প্রতিনিধিরা সশরীরে যোগ দিয়েছিলেন। সেখানেই এসসিও গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছিল ভারত। এই গোষ্ঠীতে ভারত প্রথম যোগ দিয়েছিল ২০০৫ সালে তখন অবশ্য ভারত পূর্ণ সদস্য ছিল না, পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিয়েছিল শীর্ষ সম্মেলনে। ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য দেশের মর্যাদা পেয়েছিল ভারত। তারপর থেকে গত ছয় বছরে, এই গোষ্ঠীর সমস্ত কর্মকাণ্ডে ভারতের ‘খুব সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা’ ছিল বলে দাবি করেছেন বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। এই প্রথম এই গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত।

Next Article