মুম্বই: আর্থিক দুর্নীতি মামলায় ফাঁসছে একের পর এক মন্ত্রী। এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল মহারাষ্ট্রের মন্ত্রী অনিল পরবকে। আজ, বুধবার বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলাায় তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মন্ত্রী হাজিরা দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী অনিল পরব। জানা গিয়েছে,রত্নগিরি জেলার দাপোলি সমুদ্র সৈকত এলাকায় একটি রিসর্টের নির্মাণের সময় উপকূল রক্ষার নিয়মাবলি অনুসরণ করা হয়নি। ওই রিসর্টের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই বেআইনি আর্থিক লেনদেনের তথ্য জানা যায়। সেই মামলাতেই নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী অনিল পরবের।
ইডি সূত্রে জানানো হয়েছে, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলাতেই অনিল পরবকে প্রশ্ন করা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে। বুধবার মুম্বইয়ে ইডির জ়োনাল অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত মে মাসেই এই মামলায় ইডি অনিল পরব সহ মামলায় অভিযুক্ত একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। সম্প্রতিই মন্ত্রী সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ মে ইডি অনিল পরবকে জেরা করে এবং তাঁর বয়ানও রেকর্ড করা হয়। এদিন ফের জেরা করা হবে ওই মন্ত্রীকে।
উল্লেখ্য, অনিল পরবের বিরুদ্ধে এর আগেও আর্থিক বেনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল। প্রথম অভিযোগ ওঠে ২০১৭ সালে। দাপোলিতেই ১ কোটি টাকার বিনিময়ে একটি জমি কেনেন ওই মন্ত্রী। ২০১৯ সালে জমির রেজিস্ট্রেশন হয়। অভিযোগ, ২০২০ সালে মুম্বইয়ের এক কেবল অপারেটরকে ১.১০ কোটি টাকায় জমিটি বিক্রি করে দেওয়া হয়। তার আগে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ওই জমিতে বেআইনিভাবে রিসর্ট তৈরি করা হয়। এছাড়া চলতি বছরের মার্চ মাসেও আয়কর দফতর মন্ত্রী অনিল পরবের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।
গত বছরই বেআইনি আর্থিক লেনদেন মামলায় জড়িয়েছিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বর্তমানে ইডির হেফাজতেই রয়েছেন। অনিল দেশমুখের পর এবার আর্থিক বেনিয়মের মামলায় নাম জড়াল শিবসেনা নেতা অনিল পরবেরও।