নয়া দিল্লি: সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত মেনে নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লোকসভার সদ্য বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকসভা থেকে বহিষ্কৃত করার দু-দিন পর, বলা ভাল প্রথম কাজের দিনই, সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন তিনি। কোনও প্রমাণ ছাড়াই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযোগ তুলে লোকসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন তিনি।
আদালত সূত্রে খবর, লোকসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিকভাবে মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। লোকসভায় আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে না দিয়ে যেভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তীব্র নিন্দা জানান মহুয়া। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, এথিক্স কমিটি ‘সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে’ এবং সাংসদ পদ খারিজ করা আদতে বিরোধীদের উপর ‘বুলডোজার চালানোর অস্ত্র’ হয়ে উঠেছে। সবমিলিয়ে, নতুন মোড় নিতে চলেছে মহুয়া-বিতর্ক।
প্রসঙ্গত, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা ও বিলাসবহুল সামগ্রীর বিনিময়ে মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগে সরব হন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহিয়া। তারপর ঘটনাটি খতিয়ে তদন্তভার নেয় লোকসভার এথিক্স কমিটি। তারপর মহুয়াকে জেরা করে ৫০০ পাতার একটি রিপোর্ট দেয় এথিক্স কমিটি। সেই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ দেওয়া হয়। এরপর গত শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনে মহুয়ার সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করেন স্পিকার। যদিও এই সিদ্ধান্তের তীব্র সমালচনা করেছে তৃণমূল , কংগ্রেস। সিদ্ধান্ত ঘোষণার আগে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্র থেক জয়ী প্রার্থী।