কটক: সোমবার দুপুরে ভয়াবহ আগুনের গ্রাসে পড়ল কটকের তুলসীপুর এলাকার সান নার্সিংহোম। চলছে রোগী ও স্বাস্থ্যকর্মীদের উদ্ধারের কাজ। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ পাঁচ তলা নার্সিংহোম বিল্ডিংয়ের উপরিতলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। কালো ধোঁয়ায় ঢেকে যায় নার্সিংহোমের পাঁচতলা।
Odisha: Fire breaks out at a hospital in Tulsipur, Cuttack. Six fire tenders are at the spot.
"All patients were shifted to other hospitals. Cause of fire is yet to be ascertained," Pratik Singh, DCP Cuttack. pic.twitter.com/hpuH8fSID6
— ANI (@ANI) February 1, 2021
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এদিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।
আরও পড়ুন: Budget 2021 in Bengali LIVE: ৭৫-ঊর্ধ্বদের দিতে হবে না আয়কর, দেখে নিন আর কী নজর কাড়ল এবারের বাজেটে
চলছে অগ্নি নির্বাপন ও উদ্ধারের কাজ। সূত্রের খবর, ক্রিটিক্যাল ইউনিটে থাকা রোগীদের স্থানীয় এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সিএমসি কমিশনার ও সরকারি আধিকারিকরা। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে রোগী আত্মীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সবিস্তার আসছে…