জম্মু: বড়সড় অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। সূত্রের খবর, দু’দিন আগে জম্মুর অখনুরের কেরি বাতাল এলাকার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে সশস্ত্র জঙ্গিরা। তৎপরতার সঙ্গে সেই অনুপ্রবেশ রুখে দেয় সেনা। জানা গিয়েছে, দু’পক্ষের সংঘর্ষে নিকেশ ৩ জঙ্গি। জখম ৪ জওয়ান।
সেনা সূত্রে খবর, গত ১৮ ও ১৯ জানুয়ারি রাতে কেরি বাতাল এলাকার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রেবেশের চেষ্টা করে ৫ জঙ্গি। তাদের সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র ছিল বলে জানা যায়। তটস্থ সেনা বাধা দেওয়ায় হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব আসে জওয়ানদের তরফেও। ব্যাপক গুলি বিনিময়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। অন্য দিকে সংঘর্ষে ৪ জওয়ানের জখমের খবর মিলেছে। এই মুহূর্তে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
নিয়ন্ত্রণ রেখা দিয়ে নতুন করে অনুপ্রবেশের খবর ছিল সেনার কাছে। সোমবার সন্দেহভাজন দুই ব্যক্তিকে সাম্বা জেলা থেকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিস। তাদের থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। পুলিস সূত্রে খবর, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।