নয়া দিল্লি: ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট (Budget) অধিবেশন। ১ ফেব্রুয়ারি ২০২১-২২ অর্থবর্ষের বাজেট। তার আগে ৩০ জানুয়ারি সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সে সর্বদলের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন তিনি। করোনা পরিস্থিতিতে এবার দু’দফায় চলবে বাজেট অধিবেশন। প্রথম দফায় ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী দফা শুরু হবে ৮ মার্চ থেকে। শেষ হবে ৮ এপ্রিল।
করোনার আবহে এবার বাড়তি সতর্কতা থাকছে অধিবেশনে। কেবল চার ঘণ্টা ধরে চলবে বাজেট অধিবেশন। মাস্ক পরা, সবরকম স্বাস্থ্যবিধি মানা অত্যাবশ্যক করা হয়েছে। নিয়ম মেনেই অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন রামনাথ কোবিন্দ।
আরও পড়ুন: এবার থেকে হাওড়া-কালকা মেলের নতুন নাম ‘নেতাজী এক্সপ্রেস’
অতিমারির কারণে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা হয়েছিল। সে সময়ই বলা হয়, শীতকালীন অধিবেশন স্থগিত হলেও বাজেট অধিবেশন হবে। সেইমতোই ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম ধাপের অধিবেশন। গত মঙ্গলবারই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, বাজেট অধিবেশনের আগে প্রত্য়েক সাংসদের করোনা পরীক্ষা করার অনুরোধ জানানো হবে। ২৭ জানুয়ারি থেকে সংসদ পরিসরেই তার ব্যবস্থা করা হবে।