নয়া দিল্লি: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে ‘রক্ষা’ করার অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বৃহস্পতিবার (৩ অগস্ট), রাজ্যসভায় মণিপুর নিয়ে সংসদীয় বিধি ২৬৭-র আওতায় আলোচনার পক্ষে যুক্তি দেন কংগ্রেস সভাপতি। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, “আমাদের একটা ছোট অনুরোধও আপনি রাখছেন না। আমরা দাবি জানিয়েছি, প্রধানমন্ত্রী রাজ্যসভায় এসে বিবৃতি দিন, আপনি তা মানেননি। আপনি প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন।” জবাবে উপ-রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য তাঁর প্রয়োজন নেই। তাঁর একমাত্র দায়িত্ব হল সংবিধানকে রক্ষা করা। তবে, এই নিয়ে উত্তপ্ত বাদানুবাদের মধ্যে এদিন রাজ্যসভায় তৈরি হল এক হাল্কা মুহূর্তও।
মল্লিকার্জুন খাড়্গে বলেন রাজ্যসভায় জানান, মণিপুর হিংসা নিয়ে সংসদীয় বিধি ২৬৭-র আওতায় আলোচনার জন্য বিরোধীদের দাবিকে সরকার পক্ষ ‘প্রেস্টিজ ইস্যু’ বানিয়ে ফেলেছে। কেন এই ধারার আওতাতেই আলোচনা চাওয়া হচ্ছে, বিরোধীরা তার ব্যাখ্যাও দিয়েছে। এরপরই খাড়্গে বলেন, “আমি গতকাল যখন আপনার সঙ্গে দেখা করেছিলাম, আপনি সম্ভবত রেগে ছিলেন।” এতে হেসে ফেলেন ধনখড়। তিনি বলেন, “৪৫ বছর হল আমি বিয়ে করেছি। আমি কখনও রাগি না।” চেয়ারম্যানের এই জবাবে হেসে ওঠে গোটা রাজ্যসভা। চেয়ারম্যান আরও বলেন, পি চিদম্বরম জানেন, বরিষ্ঠ আইনজীবীদের রাগ প্রকাশ করতে নেই। খাড়্গে বলেন, “আপনি প্রকাশ না করলেও, মনে মনে রেগে ছিলেন।” এতে ফের এক দফা হেসে ওঠেন সরকার-বিরোধী দুই পক্ষের সাংসদরাই। ধনখড় বলেন, “আমার স্ত্রী রাজ্যসভার সদস্য নন। তাই তাঁকে নিয়ে আমরা আলোচনা করতে পারব না। নাহলে আমরা এই বিষয়ে আরও আলোচনা করতে পারতাম।”
তবে, এই হাল্কা মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। পর মুহূর্তেই চেয়ারম্যানের উদ্দেশ্যে কঠোর আক্রমণ শানান খাড়্গে। তিনি জানান, বিরোধীরা প্রতিদিন ২৬৭ ধারার অধীনে মণিপুর নিয়ে আলোচনা চাইছে। কোন ধারায় আলোচনা হবে, তা ঠিক করার জন্য চেয়ারম্যানকে তাঁর কক্ষে দুই পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করার পরমর্শ দেন খাড়্গে। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপি সাংসদরা তার বিরোধিতা করে ওঠেন। এরপরই, ধনখড়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীকে ‘রক্ষা’ করার অভিযোগ করেন মল্লিকার্জুন খাড়্গে। এই গোটা অংশের আলোচনা নথিবদ্ধ করা হবে না বলে জানিয়েছেন চেয়ারম্যান। পরে অবশ্য তিনি এই বিষয়ে এদিন বিকেলে সকল দলের রাজ্যসভার নেতাদের এক বৈঠক ডেকেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দেবে না বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে তারা এখনও অনড়। তবে, শোনা যাচ্ছে যে কোনও সংসদীয় ধারাতেই মণিপুর নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইন্ডিয়া জোট।