CWC: ১৬ সদস্যের নির্বাচন কমিটি গঠন কংগ্রেসের, সনিয়া-রাহুল-খাড়্গের সঙ্গে রয়েছেন অধীরও

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 04, 2023 | 8:49 PM

Congress: লোকসভা থেকে বিধানসভা- সমস্ত নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নিতেই ১৬ সদস্যের নির্বাচন কমিটি গঠন করল কংগ্রেস নেতৃত্ব। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে রণকৌশল নির্ধারণের এটাই প্রধান দল বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

CWC: ১৬ সদস্যের নির্বাচন কমিটি গঠন কংগ্রেসের, সনিয়া-রাহুল-খাড়্গের সঙ্গে রয়েছেন অধীরও
নির্বাচন কমিটি গঠন করল কংগ্রেস। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ইন্ডিয়া (INDIA) জোটকে শক্তিশালী করার পাশাপাশি ঘর গোছাতেও শুরু করেছে কংগ্রেস। অবিজেপি দলগুলির সঙ্গে জোট বেঁধে একদিকে যেমন কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে মরিয়া, তেমনই ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় পেতে তৎপর কংগ্রেস। তাই এবার নির্বাচন কমিটি (CWC) গঠন করল কংগ্রেস। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এই কমিটি গঠন করেছেন।

কংগ্রেস সূত্রে খবর, লোকসভা থেকে বিধানসভা- সমস্ত নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নিতেই ১৬ সদস্যের নির্বাচন কমিটি গঠন করল কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও এই কমিটিতে রয়েছেন অধীর চৌধুরী, অম্বিকা সোনি, সলমন খুরশিদ, কে.সি বেণুগোপালের মতো প্রবীণ নেতারা। বলা যায়, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে রণকৌশল নির্ধারণের এটাই প্রধান দল বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

এর আগে গত ২০ অগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) গঠন করেছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। নবীন ও প্রবীণ নেতাদের নিয়ে এক শক্তিশালী কমিটি গঠন করেছিলেন তিনি। যেখানে সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন শশী থারুর থেকে এ.কে অ্যান্টনি, দীপা দাসমুন্সিও। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই দলের কাজকর্ম নির্ধারণ করতে এই কমিটি গঠন করা হয় বলে কংগ্রেস সূত্রে খবর। আগামী ১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে CWC-র বৈঠকের কথাও এদিন ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই বৈঠকের পরদিন প্রদেশ কংগ্রেসের তরফে হায়দরাবাদের কাছে একটি ব়্যালি করারও সূচি রয়েছে।

Next Article