নয়া দিল্লি: ফের বেলাগাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। তাঁর মন্তব্য ঘিরে ফের একবার তৈরি হল বিতর্ক। তাঁর দাবি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শুধু দল পরিচালনার জন্য আছেন। দলের নেতা হিসেবে সর্বদাই থাকবে “গান্ধী পরিবার”। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যকে অস্ত্র করেছে ভারতীয় জনতা পার্টি। ফের একবার শতাব্দী প্রাচীন দলকে লক্ষ্য করে উঠে আসছে বংশবাদের রাজনীতি করার অভিযোগ। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া সরাসরি প্রশ্ন করেছেন, খার্গে কি রিমোট-কন্ট্রোল প্রেসিডেন্ট, নাকি তিনি রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট?
অতি সম্প্রতি সলমন খুরশিদ রাহুল গান্ধীকে ‘অতিমানব’ বলেছিলেন। তাঁকে ভগবান রামের সঙ্গে তুলনা করেছিলেন। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। এরই মধ্যে, বৃহস্পতিবার এক হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের পদস্থ নেতা সলমন সাফ জানান, কংগ্রেসের নেতা হল গান্ধী পরিবার। তিনি বলেন, “গান্ধী পরিবার আমাদের নেতা ছিল, গান্ধী পরিবারই আমাদের নেতা থাকবে। খাড়্গে আছেন দল চালানোর জন্য, তিনি শুধুমাত্র দলীয় কাজেই মনোনিবেশ করবেন।” চলতি বছরের অক্টোবরেই কংগ্রেসের সবাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শশী থারুরকে হারিয়ে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়্গে। থারুর পেয়েছিলেন ১,০৭২ ভোট, খাড়্গে পেয়েছিলেন ৭,৮৯৭ ভোট।
তবে, ভোটের ফল প্রকাশের আগে থেকেই খাড়্গের জয় নিয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। প্রথম থেকেই খাড়্গের গায়ে ‘গান্ধী পরিবারের মনোনীত সভাপতি’র তকমা এঁটে দেওয়া হয়েছিল। কংগ্রেস দলের সভাপতি নির্বাচন আসলে প্রহসন বলে দাবি করেছিল বিজেপি। বিজেপি মুখপাত্র তথা প্রাক্তন কংগ্রেস নেতা শেহজাদ পুনাওয়ালা বারংবার অভিযোগ করেছেন, খাড়্গে শুধুই একটি মুখ। কংগ্রেস দল চালায় গান্ধী পরিবারই। এদিন সেই দাবিতেই সিলমোহর দিয়েছেন সলমন খুরশিদ, এমনটাই বলছে গেরুয়া শিবির।
কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “সত্য প্রকাশিত হয়েছে। কংগ্রেস আধিপত্যবাদ ও বংশবাদে বিশ্বাসী। সলমন খুরশিদের মতে কংগ্রেস সভাপতি যেই হোন না কেন, কমান্ড সনিয়া ও রাহুল গান্ধীর হাতেই থাকবে। আমাদের কি তাহলে মল্লিকার্জুন খাড়্গেকে রিমোট কন্ট্রোল সভাপতি বা রাবার স্ট্যাম্প সভাপতি বলা উচিত?” তিনি আরও দাবি করেছেন, বর্তমান কংগ্রেস সভাপতির নিজের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। বিজেপি মুখপাত্র বলেছেন, “তিনি গান্ধীরা যা বলেন তাই করেন। এটা চাটুকারিতার চূড়ান্ত নিদর্শন। কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন আসলে মানুষের সঙ্গে প্রতারণা করা।”