গুলামের অবসরে রাজ্যসভায় নতুন মুখ মল্লিকার্জুন, ঘোষণা কংগ্রেসের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 12, 2021 | 5:40 PM

রাজ্যসভা থেকে অবসর নেওয়ার পর গুলাম নবি আজ়াদ দল বদল করবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

গুলামের অবসরে রাজ্যসভায় নতুন মুখ মল্লিকার্জুন, ঘোষণা কংগ্রেসের
গুলাম নবি আজাদের পদে বসতে পারেন মল্লিকার্জুন খাড়গে।

Follow Us

নয়া দিল্লি: রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের নেতা গুলাম নবি আজা়দ (Gulam Nabi Azad)-র। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছেন। এদিকে, রাজ্যসভায় কংগ্রেসের নতুন মুখ কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। সেই জল্পনাতেই ইতি টেনে শুক্রবার কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, আজ়াদের জায়গায় বসছেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভার সদস্য হিসাবে গুলাম নবি আজ়াদের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন, তা নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। সেইসময়ই উঠে এসেছিল কর্নাটকের দলিত নেতা মল্লিকার্জুন খাড়গের নাম। সূত্র অনুযায়ী, কংগ্রেসের হাতে কোনও বিকল্প না থাকায় মল্লিকার্জুনকেই বিরোধী দলনেতার পদে বসানো হবে। আজ়াদের জায়গায় যাতে খাড়গেকে বসানো হয়, তারজন্য দলের তরফে লিখিত আবেদনও জানানো হয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কইয়া নাইডুর কাছে।

২০১৪ সাল থেকে ২০১৯ সাল অবধি লোকসভার সদস্য ছিলেন মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজা়দ। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ মুছে দিয়ে উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে।

প্রবীণ নেতা গুলাম নবি আজাদের মেয়াদ শেষের পরই তাঁর বিকল্প হিসাবে মল্লিকার্জুন ছাড়াও দলের আনন্দ শর্মা (Anand Sharma), প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram) ও মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয় সিং (Digvijaya Singh)-র নাম উঠে এসেছিল। তবে বাকিদের পিছনে ফেলে তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

গত ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যসভায় তাঁর সম্ভাষণে গুলাম নবি আজ়াদকে বিদায় জানাতে গিয়ে কার্যত কেঁদে ফেলেন। পুরনো দিনের স্মৃতি মনে করে তিনি বলেছিলেন, “ব্যক্তিগত স্তর থেকে আমি ওনাকে আবেদন করব, তিনি যেন কখনওই নিজেকে রাজ্যসভার সদস্য নন বলে মনে না করেন। আপনার জন্য সবসময় দরজা খোলা রয়েছে। আমি সবসময়ই আপনার দৃষ্টিভঙ্গি, মতামত জানতে চাইবো। কখনওই আপনাকে অবসর নিতে দেব না।” গুলাম নবি আজাদের সরকারি বাসভবনের বাগানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এক টুকরো কাশ্মীরের কথা মনে করিয়ে দেয় ওনার বাগান।”

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রবীণ কংগ্রেস নেতার চোখের কোণেও জল দেখা যায়। জবাবে তিনি বলেন, “বিজেপি সবসময়ই জাতীয় রাজনীতির একটি অংশ ছিল।” ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কথা উল্লেখ না করলেও গৃহহীন কাশ্মীরী পণ্ডিতদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দুজনই এখানে উপস্থিত রয়েছেন। যেখান থেকে ওনাদের উচ্ছেদ করা হয়েছিল, সেখানে বাড়ি তৈরি করুন। আমাদের সকলকেই একত্রিত হয়ে এই কাজ করতে হবে।” একজন হিন্দুস্তানি মুসলিম হিসাবে তিনি গর্বিতবোধ করেন, সেকথাও উল্লেখ করেন তিনি।

গুলাম নবি আজাদ নিজেকে রাজনীতি থেকে মুক্ত বলে দাবি করলেও তিনি মানুষের সেবা চালিয়ে যেতে চান বলে জানিয়েছিলেন। এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যে যে হৃদ্যতা ফুটে উঠেছিল, সেখানে দলবদলের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। জম্মু-কাশ্মীরে গুলাম নবি আজাদের যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তাকেই কাজে লাগাতে চায় বিজেপি, এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে নবি দলবদল নিয়ে কোনও কথাই বলেননি।

Next Article