Mamata Banerjee: খাড়্গের নৈশভোজে ‘না’, রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Dec 06, 2023 | 9:04 PM

Revanth Reddy Oath Ceremony: বৃহস্পতিবার হায়দরাবাদ স্টেডিয়ামে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বিশেষ আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: খাড়্গের নৈশভোজে না, রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা
রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটের সেমিফাইনালে পর্যুদস্ত কংগ্রেস। ৫ রাজ্যের মধ্যে একমাত্র সান্ত্বনা হল, তেলঙ্গানা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তেলঙ্গানা কংগ্রেসের প্রধান রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। বৃহস্পতিবার হায়দরাবাদ স্টেডিয়ামে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বিশেষ আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেবন্তের সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন তিনি। কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের সংসদীয় দলের বৈঠক থেকে মল্লিকার্জুন খাড়্গের নৈশভোজে প্রতিনিধি না পাঠালেও রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না। তবে ডেরেক ও’ব্রায়ানকে ওই অনুষ্ঠানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

আগামিকাল রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হায়দরাবাদের এল.বি স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানে তেলঙ্গানার জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের হবু মুখ্যমন্ত্রী স্বয়ং। এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, দলনেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকে রেবন্ত ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া রেবন্তের আমন্ত্রিতের তালিকায় রয়েছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজস্থানের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব রয়েছেন। কংগ্রেস নেতৃত্ব ছাড়াও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস জগন্মোহন রেড্ডি, প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রয়েছেন। পাশাপাশি তেলঙ্গানার জন সমিতি (TJS) নেতা, দলিত সমাজকর্মী-সহ তেলঙ্গানার শহিদ পরিবারকেও মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত রেড্ডি।

Next Article