Mamata Banerjee: মমতার উত্তরসূরি অভিষেক? প্রশ্নে দিল্লিতে বসে উত্তর দিলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 19, 2023 | 12:03 PM

Mamata Banerjee: কয়েকদিন আগে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের এই বক্তব্য ঘিরে বেড়েছে জল্পনা। তাহলে কি আরও একবার বয়সসীমার তত্ত্ব স্পষ্ট হচ্ছে?

Mamata Banerjee: মমতার উত্তরসূরি অভিষেক? প্রশ্নে দিল্লিতে বসে উত্তর দিলেন মমতা
ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা শনিবার।
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিমো হিসেবে দলকে সবসময় আগলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপর কে? অর্থাৎ মমতার উত্তরসূরি কে হবেন? দিন কয়েক আগে সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি একেবারে সাল উল্লেখ করে বলে দিয়েছেন, কতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, আর তারপর কে আসবেন ক্ষমতায়। দিল্লি সফরে গিয়েও সেই উত্তরসূরি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল সুপ্রিমোকে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লি সফরে গিয়েছেন মমতা। সোমবার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তখনই প্রশ্ন ওঠে উত্তরসূরি নিয়ে।

উত্তরসূরি কে বাছবেন? এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘তৃণমূল পরিবার।’ তিনি উল্লেখ করেছেন তৃণমূল একটি পরিবারের মতো। পুরো পরিবারের যে একসঙ্গে আছে, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, যখন উত্তরসূরি বাছার সময় হবে, তখন ‘পরিবার’ই সিদ্ধান্ত নেবে।

কয়েকদিন আগে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের এই বক্তব্য ঘিরে বেড়েছে জল্পনা। তাহলে কি আরও একবার বয়সসীমার তত্ত্ব স্পষ্ট হচ্ছে? উল্লেখ্য, সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বয়সের ঊর্ধ্বসীমা থাকা জরুরি। তাঁর যুক্তি বয়স বেড়ে গেলে আর একই রকম পরিশ্রম করা যায় না। সেই কারণেই সীমা থাকা জরুরি। তবে দিল্লিতে মমতা তাঁর বক্তব্য নবীন-প্রবীণ দ্বন্দ্বও উড়িয়ে দিয়েছেন।

Next Article