নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল। দেশের বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার হল ৮ সন্দেহভাজন জঙ্গি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-র দেশব্যাপী তল্লাশি অভিযানেই এই ৮ জঙ্গি ধরা পড়েছে। এরা সকলে আইএস জঙ্গি সংগঠনের সদস্য এবং প্রজাতন্ত্র দিবসে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি, কিছু ডিজিটাল তথ্য-প্রমাণ, নগদ টাকা এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির উপকরণ, আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে এনআইএ সূত্রে খবর।
এনআইএ-র তরফে জানানো হয়েছে, সোমবার মহারাষ্ট্র, কনার্টক, ঝাড়খণ্ড ও দিল্লির মোট ১৯টি জায়গা তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তল্লাশি অভিযানেই বিভিন্ন জায়গা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। এনআইএ-র মুখপাত্র জানান, ধৃতদের মধ্যে একজন হল আইএস-এর বল্লারি মডিউলের নেতা মিনাজ ওরফে মহম্মদ সুলাইমন। কর্নাটক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দেশে বড় কোনও নাশকতার পরিকল্পনা করছিল, বিশেষত আইইডি বিস্ফোরণের ছক কষছিল এবং সেটি বানচাল করা সম্ভব হয়েছে বলে এনআইএ-র তরফে জানানো হয়েছে। ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বরও মহারাষ্ট্র ও কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ। সেই তল্লাশি অভিযানে ৪৪ জন গ্রেফতার হয়। তারপর গত ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় এনআইএ।