Suicide: পরনের প্যান্ট দিয়েই গলায় ফাঁস, বিমানসেবিকার খুনে অভিযুক্তের দেহ উদ্ধার থানার ভিতর থেকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 08, 2023 | 5:40 PM

Murder Case: চলতি সপ্তাহে গোড়াতেই রুপল ওগরে নামক বছর পঁচিশের এক যুবতীর দেহ উদ্ধার হয় আন্ধেরির মারোল এলাকার একটি ফ্ল্যাট থেকে। ওই যুবতী পেশায় বিমানসেবিকা ছিলেন।

Suicide: পরনের প্যান্ট দিয়েই গলায় ফাঁস, বিমানসেবিকার খুনে অভিযুক্তের দেহ উদ্ধার থানার ভিতর থেকে
নিহত যুবতী ও অভিযুক্ত।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: যুবতীর রহস্য়মৃত্য়ু, আর তাতেই খুনি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ফ্ল্যাটের সাফাইকর্মীকে। পুলিশ হেফাজতে মৃত্যু হল বিচারাধীন বন্দির। শুক্রবার ভোরে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি পুলিশ স্টেশনের শৌচাগার থেকে বিক্রম আথওয়াল (৪০) নামক ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। চলতি সপ্তাহের শুরুতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল এক বিমান সেবিকাকে খুনে অভিযুক্ত থাকার সন্দেহে। তারপর থেকে পুলিশ হেফাজতেই ছিলেন অভিযুক্ত। এ দিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে গোড়াতেই রুপল ওগরে নামক বছর পঁচিশের এক যুবতীর দেহ উদ্ধার হয় আন্ধেরির মারোল এলাকার একটি ফ্ল্যাট থেকে। ওই যুবতী পেশায় বিমানসেবিকা ছিলেন। আদতে ছত্তীসগঢ়ের বাসিন্দা হলেও, চলতি বছরের এপ্রিল মাসেই তিনি মুম্বইয়ে এসেছিলেন। আন্ধেরির ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন। রবিবার গভীর রাতে তাঁর ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন ওই যুবতীর ঘর থেকে শেষ বের হতে দেখা গিয়েছিল ফ্ল্য়াটের সাফাইকর্মীকে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিক্রম আঠওয়াল নামক ওই ব্যক্তির সঙ্গে প্রায়দিনই বিমানসেবিকার ঝগড়া হত ছোট ছোট বিষয় নিয়ে। ঘটনার দিন ওই সাফাইকর্মী আবর্জনা সংগ্রহ ও বাথরুম পরিষ্কার করার নাম করে যুবতীর ফ্ল্যাটে যায়। সেখানেই ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে যুবতীকে। অভিযুক্তের ঘরে তল্লাশি চালিয়ে ছুরি উদ্ধার করা হয়। ঘটনার সময় যে পোশাক পরেছিলেন, তাও উদ্ধার করা হয়।

খুনের অভিযোগে পুলিশ সোমবার বিক্রম নামক ওই সাফাইকর্মীকে গ্রেফতার করে। আদালতে পেশ করা হলে তাঁকে ৮ সেপ্টেম্বর অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তারপর থেকেই আন্ধেরি পুলিশ স্টেশনে বন্দি ছিলেন অভিযুক্ত। শুক্রবার ভোরে জেলের শৌচাগার থেকে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরনের প্য়ান্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফেও এটিকে আত্মহত্য়া বলেই দাবি করা হয়েছে।

Next Article