হরিয়ানা: ‘তোয়াড্ডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা!’ নেটাগরিকদের অনেকেই এই পঞ্জাবি সংলাপ কম-বেশি শুনেই থাকবেন। যদি কেউ না শুনে থাকেন তাঁদের জন্য বলে রাখা দরকার, এই কথাটি বছরখানেক আগে এক পঞ্জাবি অভিনেত্রী একটি রিয়্যালিটি শো-তে কথাপ্রসঙ্গে বলেছিলেন। তারপর তাঁর এই কথাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ইন্টারনেটে এই সংলাপের মিম ছেয়ে যায় চতুর্দিকে। এর সহজ বঙ্গানুবাদ হল, ‘তোমার কুকুর টমি হলে আমার কুকুর শুধুমাত্র কুকুর কেন হবে!’
হঠাৎ এই প্রসঙ্গের অবতারণা কারণ, এক ব্যক্তির পোষ্যকে তাঁর জনাকয়েক প্রতিবেশী ‘কুত্তা’ বলে ডাকায় এ বার সত্যিই ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে হরিয়ানার গুরুগ্রামে। কাকতালীয়ভাবে, যে ব্যক্তির আদরের পোষ্যকে ‘কুত্তা’ বলার কারণে এই ঘটনা ঘটেছে, সেই সারমেয়র নামও ‘টমি’।
ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সাইবার সিটি এলাকার জ্যোতি পার্কে। স্থানীয় সূত্রে খবর, নিজের পোষ্যকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু টমির আগ্রাসী আচরণের কারণে সুধীর নামক প্রতিবেশী বলেন, সারমেয়টিকে বেল্ট দিয়ে বেঁধে রাখতে। কিন্তু তাঁর ভুল ছিল, ‘টমি’কে নাম ধরে না ডেকে ‘কুত্তা’ বলে ফেলেছিলেন তিনি। এতেই রেগে লাল হয়ে যান ওই পোষ্যর মালিক। ক্রোধে দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে সুধীরের গোটা পরিবারকে বেধড়ক মারতে শুরু করেন।
আরও পড়ুন: একদিনে করোনার বলি ১৩৪, বাড়ছে না নমুনা পরীক্ষার হার, আক্রান্ত প্রায় ২০ হাজার
সুধীরের পরিবারের এক মহিলা এবং এক শিশুকেও নির্মমভাবে পেটানো হয় বলে অভিযোগ। তাঁর পরিবারের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুধীর জানান, তিনি ওই সারমেয়কে বেঁধে রাখতে বলেছিলেন কারণ সে হিংস্র স্বভাবের এবং তাঁর বাচ্চাদের কামড়ে দিতে পারে বলে ভয় পেতেন তিনি। গোটা ঘটনায় গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন সুধীর। তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: বিজেপির ৭৭ বিধায়ককেই বছরভর কেন্দ্রীয় নিরাপত্তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রক