স্ত্রীর শেষ মনকামনা, মন্দিরে ১৭ লক্ষ টাকার সোনার গয়না দান করলেন এক ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 27, 2021 | 8:02 PM

gold, Mahakaleswar Temple, শনিবার, ঝাড়খণ্ডের বোকারোর (Bokaro) বাসিন্দা, তাঁর স্বামী সঞ্জীব কুমার (Sanjeev Kumar) এবং তাঁর মা রেশমির যাবতীয় সোনার গয়না এই মন্দিরে দান করেছেন। চুড়ি, হার, কানের দুল সহ নানা ধরনের গয়না ছিল মৃতার।

স্ত্রীর শেষ মনকামনা, মন্দিরে ১৭ লক্ষ টাকার সোনার গয়না দান করলেন এক ব্যক্তি
ফাইল চিত্র

Follow Us

ভোপাল: এই দুনিয়াতে প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যায়! মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। এমনই এক আজব ঘটনার সাক্ষী ঝাড়খণ্ড (Jharkhand)। সেই রাজ্যের এক ব্যক্তি মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়ন জেলা (Ujjain district) মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleswar temple) ১৭ লক্ষ টাকার সোনার গয়না দান করলেন। মন্দির সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, নিজের স্ত্রীর শেষ মনকামনা পূরণের জন্যই তিনি এত দামের সোনার গয়না দান করেছেন বলেই জানা গিয়েছে।

ব্যক্তির স্ত্রী রেশমি প্রভা (Reshmi Prabha) বেশ কিছুকাল আগেই মারা গিয়েছেন। তিনি এই মন্দিরের খুব বড় ভক্ত ছিলেন এবং প্রায়শই এখানে পুজো দিতে আসতেন বলে জানা গিয়েছে। মন্দিরের পরিচালনের সঙ্গে যুক্ত গনেশ কুমার ঢাকড়(Ganesh Kumar Dhakad) জানিয়েছেন, মৃতা রেশমির মনকামনা করেছিলেন নিজের মৃত্যুর পর তিনি নিজের যাবতীয় গয়না এই মন্দিরে দান করবেন।

শনিবার, ঝাড়খণ্ডের বোকারোর (Bokaro) বাসিন্দা, তাঁর স্বামী সঞ্জীব কুমার (Sanjeev Kumar) এবং তাঁর মা রেশমির যাবতীয় সোনার গয়না এই মন্দিরে দান করেছেন। চুড়ি, হার, কানের দুল সহ নানা ধরনের গয়না ছিল মৃতার। জানা গিয়েছে দান করা সোনার গয়নার মোট ওজন প্রায় ৩১০ গ্রাম যাঁর বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। মন্দিরের এক সেবায়ত জানিয়েছেন, মহাকালেশ্বর মন্দির দেশের ১২ টি জ্যোতিলিঙ্গর মধ্যে অন্যতম।

গত সপ্তাহে, মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনা ভাইরাসের (Corona Virus) ফলে তিন মাস ধরে চলে আসা লকডাউনের (lockdown) পরে জুন মাসের ২৮ থেকে অক্টোবরের ১৫ তারিখ অবধি মন্দিরে প্রবেশের টিকিট বিক্রি, লাড্ডু বিক্রি ও অন্যান্য পুজো সামগ্রী বিক্রি করে এবং প্রনামি বাক্সের টাকা থেকে ২৪ কোটি টাকা আয় করেছে মন্দির কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর ২৮ জুন থেকে সাধারণ মানুষের জন্যে এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।

আরও পড়ুন COVID Update: এক লাফে দেড়শো’র বেশি বাড়ল করোনা, হাজারের দোড়গোড়ার বিষ-নিঃশ্বাস ফেলছে সংক্রমণ

আরও পড়ুন Viral: দু’মাথার বাছুর! দেহের গড়ন শুয়োরের মতো… রাশিয়ার অদ্ভুত দর্শন প্রাণীকে নিয়ে হইচই নেট দুনিয়ায়

Next Article