TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী
Oct 27, 2021 | 9:37 PM
ফের মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের। বুধবার অগ্নি-৫ মিসাইলের পরীক্ষমূলক উৎক্ষেপণে সাফল্য পেল ভারত। আজ ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে সেই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। এ দিন সন্ধে ৭ টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় সেই মিসাইল। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিলোমিটার।
পাকিস্তান ও চিনের মতো প্রতিবেশী দেশকে কড়া বার্তা দিতে এই মিসাইল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৫ হাজার কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত হানতে পারে এই মিসাইল। আঘাত করার ক্ষমতাও একেবারে নিখুঁত। উল্লেখ্য দিল্লি থেকে বেজিং-এর দূরত্ব ৩ হাজার কিলোমিটারের কিছু বেশি।
অগ্নি-৫ হল ভারতের হাতে থাকা একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। সাধারণত যে ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৮০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরে আঘাত হানতে সক্ষম হয় তাকেই আইসিবিএম-এর তালিকায় ফেলা হয়। ৫০ টন ওজনের এই ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোগ্রাম ওজনের পরমাণু অস্ত্রও বহন করতে পারে। ফলে শত্রুদের বুকে ভয় ধরাতে সক্ষম এই মিসাইল।
শুধু অগ্নি-৫ নয়, অগ্নি-৬ মিসাইলও তৈরি করছে ভারত। প্রায় ১২ হাজার কিলোমিটার হবে রেঞ্জ। অগ্নি সিরিজের এই রেঞ্জে চলে আসবে আমেরিকারও একটা বড় অংশও। চিন, রাশিয়া-সহ গোটা এশিয়া মহাদেশ এবং ইউরোপের অনেকটাই চলে আসে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে।
চলতি বছরে ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে ডিআরডিও। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল অগ্নি সিরিজের নয়া প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি বলে জানা যায়।